DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বৃদ্ধির পর কত বাড়ল বেতন ? দেখে নিন হিসেব
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
৪ শতাংশ ডিএ বাড়ানো হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের কত বেতন বাড়বে ?
advertisement
1/6

সামনেই লোকসভা নির্বাচন ৷ সেদিকেই পাখির চোখ করে একাধিক বড় ঘোষমা করেছে মোদি সরকার ৷ সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে সরকার ৷ ৭ মার্চ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে জানানো হয়েছে ৷
advertisement
2/6
এর জেরে বেসিক স্যালারির প্রায় ৫০ শতাংশ হচ্ছে ডিএ ৷ এর পাশাপাশি ট্রাভেল অ্যালোওয়েন্স, ক্যান্টিন অ্যালোওয়েন্স, ডেপুটেশন অ্যালোওয়েন্স, বাড়ি ভাড়া ভাতাও বৃদ্ধি করা হয়েছে।
advertisement
3/6
এই সিদ্ধান্তে জেরে দেশের প্রায় ৪৮.১৮ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৭.৯৫ লক্ষ পেনশনভোগীরা উপকৃত হতে চলেছেন ৷ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভা কমিটির বৈঠকে, সরকার মহার্ঘ্য ভাতা চার শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
advertisement
4/6
কী হিসেবে ডিএ বৃদ্ধি করা হয় ? সর্বভারতীয় CPI-IW ডেটার ভিত্তিতে ডিএ বৃদ্ধি নির্ধারণ করে কেন্দ্র। ডেটা অনুযায়ী ১২ মাসের গড় CPI-IW হয়েছে ৩৯২.৮৩ এবং সেই হিসেবে , DA মূল বেতনের ৫০.২৬ শতাংশে হচ্ছে ৷ এই হিসেব অনুযায়ী ৪ শতাংশ ডিএ বৃদ্ধি হবে ৷
advertisement
5/6
৪ শতাংশ ডিএ বাড়ানো হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের কত বেতন বাড়বে ?
advertisement
6/6
যদি কারোর বেতন প্রতি মাসে ৫০,০০০ টাকা হয় এবং বেসিক পে ১৫০০০ টাকা হয় তাহলে বর্তমানে তিনি ডিএ হিসেবে ৬৯০০ টাকা পাবেন ৷ এটা বেসিক পে-র ৪৬ শতাংশ ৷ ডিএ বৃদ্ধির পর এবার তিনি পাবেন ৭৫০০ টাকা ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বৃদ্ধির পর কত বাড়ল বেতন ? দেখে নিন হিসেব