TRENDING:

আয়করের নিয়ম অনুযায়ী বাড়িতে কত সোনা রাখতে পারবেন? না জানলে বিপদ

Last Updated:
কতটা সোনা বাড়িতে রাখা যায়? এর জন্য নির্দিষ্ট আইন রয়েছে সরকারের।
advertisement
1/7
আয়করের নিয়ম অনুযায়ী বাড়িতে কত সোনা রাখতে পারবেন? না জানলে বিপদ
সোনা কেনা শুভ। এমনটাই বিশ্বাস ভারতীয়দের। যে কোনও উৎসব-অনুষ্ঠানে তাই সোনা কেনার রেওয়াজ। উপহারেও রমরমা সোনার। সে সোনার গয়না হোক কিংবা কয়েন, বাড়িতে রাখেন অনেকেই। কিন্তু কতটা সোনা বাড়িতে রাখা যায়? এর জন্য নির্দিষ্ট আইন রয়েছে সরকারের।
advertisement
2/7
ধরা যাক, চার জনের পরিবার। স্বামী, স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে। তাহলে তাঁরা বাড়িতে কতটা সোনা রাখতে পারবেন? আয়করের নিয়ম অনুযায়ী, বিবাহিত মহিলা ৫০০ গ্রাম, অবিবাহিত মহিলা ২৫০ গ্রাম, বিবাহিত পুরুষ ১০০ গ্রাম এবং অবিবাহিত পুরুষ ১০০ গ্রাম সোনা নিজের কাছে রাখতে পারেন।
advertisement
3/7
ফিজিক্যাল গোল্ড বা সোনার গয়না কেনার তিন বছরের মধ্যে বিক্রি করলে স্বল্প মেয়াদি মূলধন লাভ ট্যাক্স দিতে হয়। আর তিন বছরের পর বিক্রি করলে দিতে হবে দীর্ঘমেয়াদি মূলধন লাভ ট্যাক্স। স্বল্পমেয়াদি মূলধন লাভে আয়কর স্ল্যাব অনুযায়ী ট্যাক্স কাটা হয় এবং মোট করযোগ্য আয়ের সঙ্গে যোগ করা হয়। দীর্ঘমেয়াদি মূলধন লাভে ২০ শতাংশ হারে কর দিতে হয়।
advertisement
4/7
এর সঙ্গে যোগ হয় ৪ শতাংশ সেস এবং অতিরিক্ত লেভি (যদি প্রযোজ্য হয়)। প্রসঙ্গত, সোনা কেনার সময় ৩ শতাংশ জিএসটি দিতে হয়।
advertisement
5/7
সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) জানিয়েছে, ‘যুক্তিসঙ্গত পারিবারিক সঞ্চয়’ বা আইনত উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সোনা বা সোনার গয়নার উপর কোনও ট্যাক্স দিতে হবে না। সোনা কেনাকে শুভ মনে করার কারণে উৎসবের মরশুমে অনেকেই গোল্ড বন্ড, ডিজিটাল সিকিউরিটিজ বা সোভেরিন গোল্ড বন্ডে বিনিয়োগ করেন। এরও কিছু বিধিনিষেধ রয়েছে।
advertisement
6/7
ডিজিটাল গোল্ড:রিটার্নের কথা মাথায় রাখলে ফিজিক্যাল গোল্ডের তুলনায় ডিজিটাল গোল্ড সবসময় লাভজনক। কোথায় বিনিয়োগ করা হচ্ছে তার উপর নির্ভর করে ডিজিটাল সোনার সঙ্গে ফি এবং ক্রয় মূল্যের উপর জিএসটি দিতে হয়। ডিজিটাল সোনা কেনার কোনও ঊর্ধসীমা নেই। তবে একদিনে ২ লক্ষ টাকা পর্যন্তই বিনিয়োগ করা যায়। তিন বছর পর ডিজিটাল সোনা বিক্রি করার সময়, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স ২০ শতাংশ + সেস এবং ফি দিতে হয়।
advertisement
7/7
সোভেরিন গোল্ড বন্ড:একজন ব্যক্তি সর্বোচ্চ ৪ কেজি পর্যন্ত সোভেরিন গোল্ড বন্ডে বিনিয়োগ করতে পারেন। আলাদা কোনও খরচ নেই। এমনকী জিএসটি-ও দিতে হয় না। বার্ষিক ২.৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়। এটা করযোগ্য। তবে ৮ বছর পর এসবিজি থেকে প্রাপ্ত লাভ করমুক্ত।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
আয়করের নিয়ম অনুযায়ী বাড়িতে কত সোনা রাখতে পারবেন? না জানলে বিপদ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল