Girl Child Scheme: কন্যা সন্তান জন্মালেই ২১ ০০০ টাকা! সরকারের বাম্পার স্কিম! কীভাবে পাবেন সুবিধা? জানুন...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Girl Child ABHB Scheme: ছেলে ও মেয়ের মধ্যে পার্থক্য দূর করতে এই রাজ্যের সরকার চালাচ্ছে 'আপকি বেটি, হামারি বেটি' প্রকল্প। এর আওতায় কন্যা শিশুর জন্মের সময় ২১,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
advertisement
1/11

ছেলে ও মেয়ের মধ্যে পার্থক্য দূর করতে এই রাজ্যের সরকার চালাচ্ছে 'আপকি বেটি, হামারি বেটি' প্রকল্প। এর আওতায় কন্যা শিশুর জন্মের সময় ২১,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
advertisement
2/11
আজও এই দেশে এমন অনেক পরিবার আছে যারা পরিবারে মেয়ে জন্ম নিলে অখুশি হন। কন্যা ও পুত্র সন্তানের মধ্যে ভেদাভেদ করেন। এমন প্রাচীন সামাজিক ধারণা বদলানোর জন্যই সরকার একটি নতুন প্রকল্প শুরু করেছে। এমন একটি প্রকল্প যার ফলে পরিবারে কন্যা সন্তান জন্মালেও তাদের মুখের হাসি চওড়া হতে বাধ্য।
advertisement
3/11
দুর্দান্ত এই প্রকল্পটির নাম, ‘আপনার মেয়ে আমাদের মেয়ে’ (আপকি বেটি, হামারি বেটি) (Aap Ki Beti Hamari Beti)। হরিয়ানা সরকার চালু করেছেন এই প্রকল্প।
advertisement
4/11
রাজ্যে কন্যা ভ্রুন হত্যার মতো ঘটনা বন্ধ করতে, কন্যা সন্তানের সংখ্যা বাড়ানোর জন্য এবং লিঙ্গসমতা আনার জন্য এই পরিকল্পনা এনেছে হরিয়ানা রাজ্য সরকার।
advertisement
5/11
আসলে হরিয়ানায় কন্যা ভ্রুণ হত্যার সংখ্যা রেকর্ড হারে বেশি। তবে বিষয়টা যে একেবারেই অনৈতিক তা সকলেই জানেন। এই ঘটনায় রাশ টানতেই হরিয়ানার মহিলা এবং বাল বিকাশ মন্ত্রণালয়ের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
6/11
লিঙ্গ বৈষম্য দূর করতে সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এক বিশেষ উদ্যোগ। জানা যাচ্ছে, দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ এবং সমাজের পিছিয়ে পড়া জাতিগুলির পরিবারে কন্যা সন্তান জন্ম নিলেই ২১ হাজার টাকা দেওয়া হবে পরিবারকে।
advertisement
7/11
যদিও টাকাটি সরাসরি হাতে দেওয়া হবেনা। সেই মেয়ের ১৮ বছর বয়স সম্পূর্ণ হলে ব্যাঙ্ক থেকে টাকাটি তুলে নিতে পারবেন তাঁর পরিবার।
advertisement
8/11
প্রকল্প অনুযায়ী, ২০১৫ সালের পর যে সমস্ত কন্যা সন্তানের জন্ম হয়েছে তারা সকলেই এই সুবিধা ভোগ করতে পারবেন। এই যোজনার সুবিধা পেতে হলে সন্তানের বাবা মাকে অবশ্যই হরিয়ানার স্থায়ী নিবাসী হতে হবে।
advertisement
9/11
জানা যাচ্ছে, দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ এবং সমাজের পিছিয়ে পড়া জাতিগুলির পরিবারে কন্যা সন্তান জন্ম নিলেই ২১ হাজার টাকা দেওয়া হবে।
advertisement
10/11
উল্লেখ্য, এর জন্য প্রথমে যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে লগ ইন করতে হবে। সেখানে স্কিম ফর চাইল্ডের একটি অপশন পাবেন। সেটার উপরে ক্লিক করলে ‘আপকি বেটি হামারা বেটি’ পরিকল্পনার অপশন দেখাবে।
advertisement
11/11
এই অপশনে ক্লিক করার পর এই যোজনা সম্পর্কিত ফর্মটি খুলে যাবে। কন্যার নাম থেকে শুরু করে যাবতীয় নথি দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। এরপর সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার কাজ সম্পন্ন হয়ে যাবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Girl Child Scheme: কন্যা সন্তান জন্মালেই ২১ ০০০ টাকা! সরকারের বাম্পার স্কিম! কীভাবে পাবেন সুবিধা? জানুন...