Aadhar Card: বাতিল হয়ে যেতে পারে আধার কার্ড...? হাতে মাত্র 'ক'দিন'...! শিগগিরই করে নিন এই কাজ! ১ পয়সাও লাগবে না!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Aadhar Card: ১ পয়সাও লাগবে না! ১৪ মার্চ পর্যন্ত আধার কার্ডের এই জরুরি 'কাজটি' নিয়ে নিন! জানুন কী ভাবে করতে হবে
advertisement
1/8

আধার কার্ড বাতিল নিয়ে আপনিও চিন্তিত? অত্যন্ত জরুরি এই নথি তথা পরিচয়পত্রের সঙ্গে জড়িত আছে নানা সরকারি সুযোগ সুবিধা লাভের সুযোগ। তাই সময় না নষ্ট করে অবিলম্বে চেক করে নিন আপনার আধার স্ট্যাটাস।
advertisement
2/8
এখনও যদি আপডেটেড না হয়ে থাকে, আপনি বিনামূল্যে আপনার আধার কার্ড আপডেট করতে পারেন। এই সুবিধাটি UIDAI-এর অফিসিয়াল পোর্টালে পাওয়া যাচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবাটি শুধুমাত্র ১৪ মার্চ পর্যন্ত পাওয়া যাবে।
advertisement
3/8
প্রসঙ্গত উল্লেখ্য, আধার কার্ড একটি প্রয়োজনীয় নথি। এটি পরিচয়, ঠিকানা এবং বয়সের তাৎক্ষণিক প্রমাণ পত্র। আধার ভারতীয়দের সার্বজনীন পরিচয় প্রদান করে। আপনি ই-আধার, mAadhaar এবং Aadhaar কার্ড ব্যবহার করে যেকোনও জায়গায় আপনার পরিচয় নিশ্চিত করতে পারেন।
advertisement
4/8
এছাড়াও আধার কার্ডের মাধ্যমে, একজন ব্যক্তির বায়োমেট্রিক বিবরণ, লিঙ্গ, অনন্য আধার নম্বর, নাম, ঠিকানা, ছবি এবং জন্ম তারিখ সম্পর্কে তথ্য পাওয়া যায়। এটি সরকারি প্রকল্পের সুবিধা পেতেও সাহায্য করে।
advertisement
5/8
আগামী ১৪ মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করে নিতে পারেন আপনি :UIDAI ক্রমাগত পুরনো আধার কার্ড ব্যবহারকারীদের আধার কার্ড আপডেট করার পরামর্শ দিচ্ছে। আপনিও চাইলে ১৪ মার্চের মধ্যে বিনামূল্যে আপনার আধার আপডেট কার্ডটি আপডেট করতে পারেন।
advertisement
6/8
নির্দিষ্ট এই দিনের মধ্যে করলে ঠিকানা-সহ অন্যান্য তথ্য আপডেট করার জন্য কোনও ফি দিতে হবে না। যারা ১০ বছর ধরে তাদের আধার আপডেট করেননি তাদের ঝঞ্ঝাট এড়াতে অবিলম্বে অনলাইনে আধার আপডেট করে নেওয়া উচিত।
advertisement
7/8
কী ভাবে করবেন আধার আপডেট? এই পদক্ষেপগুলি অনুসরণ করুন:ঘরে বসেই আপডেট করা যাবে আধার কার্ড। প্রক্রিয়াটি বেশ সহজ। আধার আপডেট করতে আপনার পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণ লাগবে। প্রথমে http://uidai.gov.in-এ যান। আধার কার্ড নম্বর দিয়ে লগ ইন করুন। আপনি আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি ওটিপি পাবেন, সেটি লিখুন।
advertisement
8/8
এবার আপনার নথি আপলোড করুন। সমস্ত তথ্য চেক করুন এবং আধার আপডেট করুন। আপনি নিজের কাছে এই আপডেটেড আঁধারের স্ক্যান কপি সংরক্ষণ করুন। যদিও এক্ষেত্রে একটি পিভিসি কার্ড পেতে আপনাকে একটি ফি দিতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Aadhar Card: বাতিল হয়ে যেতে পারে আধার কার্ড...? হাতে মাত্র 'ক'দিন'...! শিগগিরই করে নিন এই কাজ! ১ পয়সাও লাগবে না!