আধার সংযুক্তিকরণের শেষ দিন ধার্য করল কেন্দ্র, আধার লিঙ্কের নামে প্রতারণা আটকান এই পদ্ধতিতে
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
আধার লিঙ্কের নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার খবর সামনে আসছে। কী ভাবে বাঁচবেন জানুন...
advertisement
1/5

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তির জন্যে শেষ সময়সীমা হিসেবে ৩১ মার্চ, ২০২১ ধার্য করল কেন্দ্র। তবে গ্রাহককে প্রতারণা এড়াতে হবে সতর্কতার সঙ্গে। ফলে কয়েকটি বিষয়ে সচেতন থাকতেই হবে।
advertisement
2/5
অফলাইন বা অনলাইন- দুভাবেই এই অ্যাকাউন্ট সংযুক্তকরণের কাজ করা সম্ভব। আধার লিঙ্ক না করালে অদূর ভবিষ্যতে গ্রাহকরা একাধিক পরিষেবা সংক্রান্ত অসুবিধেয় পড়তে পারে।
advertisement
3/5
কিন্তু বারংবারই দেখা যাচ্ছে, উদাসীনতার কারণে বারবার প্রতারকের পাল্লায় পরে যাচ্ছে। দেখা যায়, বেশির ভাগ প্রতারকই এই সংযুক্তিকরণের আছিলায় গ্রাহককে ফোন করেন। নিজেদের ব্যাঙ্ক আধিকারিক বলে তথ্য নিতে চান। পরিষ্কার ভাষায় ব্যাঙ্ক বলছে, এভাবে তথ্য দিলে অ্যাকাউন্ট শূন্য হবে। কাজেই কোনও ফেক কলের ফাঁদে পড়া যাবে না কোনও ভাবে।
advertisement
4/5
কী ভাবে সংযুক্তিকরণ করব তা পুরোপুরি জানা যাবে ব্যাঙ্কের সংশ্লিষ্ট ওয়েবসাইটে। শাখা অফিসে গিয়েও জানা যাবে।
advertisement
5/5
মনে রাখতে হবে, কোনও ব্যাঙ্ক আধিকারিকই কখনও কল করে গ্রাহকের থেকে তাঁর অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য চাইবে না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
আধার সংযুক্তিকরণের শেষ দিন ধার্য করল কেন্দ্র, আধার লিঙ্কের নামে প্রতারণা আটকান এই পদ্ধতিতে