Aadhaar Free Update: হাতে মাত্র আর ১৬ দিন! একেবারে ফ্রি-তেই হচ্ছে আধারের এই কাজগুলি, এখনই সেরে নিন
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Aadhaar Free Update: তিন মাসের জন্য আধার ডেটা অনলাইনে বিনামূল্যে আপডেট করা যাবে
advertisement
1/8

আধার কার্ড নিয়ে গ্রাহকদের জন্য বড় খবর। কয়েকদিন আগেই UIDAI-র পক্ষ থেকে জানানো হয়েছিল, তিন মাসের জন্য আধার ডেটা অনলাইনে বিনামূল্যে আপডেট করা যাবে।
advertisement
2/8
১৫ মার্চ থেকে বিনামূল্যে আধার ডেটা আপেডেট করা শুরু হয়েছিল। এর শেষ তারিখ হচ্ছে ১৪ জুন।
advertisement
3/8
myAadhaar ওয়েবসাইটে গিয়ে গ্রাহকরা নিজের আধার সংক্রান্ত তথ্য আপডেট করতে পারবেন। এই ওয়েবসাইট খোলার জন্য প্রথম গুগলে গিয়ে https://myaadhaar.uidai.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে।
advertisement
4/8
সেখানে গিয়ে নিচের দিকে অনেক অপশন দেখাবে। সেখানে গিয়ে ডুকেমন্ট আপডেট অপশনে ক্লিক করতে হবে।
advertisement
5/8
সেখানে গিয়ে আপনি আপনার আধার সংক্রান্ত তথ্য পরিবর্তন কিংবা আপডেট করতে পারবেন। তবে এই পরিষেবা কিন্তু জুন মাসের ১৪ তারিখ পর্যন্ত রয়েছে।
advertisement
6/8
তবে এর মধ্যে যদি কেউ আধার সেবা কেন্দ্রে যান, সেখানে গিয়ে আধার সংক্রান্ত আপডেটের জন্য তাঁকে ৫০ টাকা দিতে হবে।
advertisement
7/8
এই নিয়ম আগেও ছিল। স্বশরীরে আধার সেবা কেন্দ্রে গেলে ৫০ টাকা লাগত আপডেটের জন্য, এখনও সেটা বহাল থাকছে।
advertisement
8/8
বিনামূল্যে আধার আপডেটের এই পরিষেবা শুধুমাত্র অনলাইনেই রয়েছে, অফলাইনের ক্ষেত্রে ৫০ টাকা লাগছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Aadhaar Free Update: হাতে মাত্র আর ১৬ দিন! একেবারে ফ্রি-তেই হচ্ছে আধারের এই কাজগুলি, এখনই সেরে নিন