ATM-র মতো ব্যবহার করুন Aadhaar Card, পিন মনে রাখার ঝামেলা নেই, দরকার নেই ওটিপিরও
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Aadhaar Card: যাঁদের আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা রয়েছে, একমাত্র তাঁরাই এই সুবিধা পেতে পারেন।
advertisement
1/7

ইউপিআই চালু হওয়ার পর থেকে ডিজিটাল লেনদেন সহজ হয়ে গিয়েছে। নিমেষের মধ্যে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। কিন্তু ইউপিআই-এর মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ জমা করা যায় না। এটা একটা সমস্যা। এর সমাধান হল, আধার এনেবেলড পেমেন্ট সিস্টেম বা এইপিএস।
advertisement
2/7
এইপিএস সিস্টেমের সাহায্যে ইউজার টাকা তোলা, ব্যালেন্স চেক করা, আধার থেকে আধারে টাকা পাঠানোর সঙ্গে টাকা জমা করাও যায়। এর জন্য ব্যাঙ্কে যাওয়ারও দরকার নেই। শুধু দরকার আধার নম্বর এবং বায়োমেট্রিক্স। অর্থাৎ পিন মনে রাখার ঝামেলা নেই।
advertisement
3/7
ওটিপি থেকে প্রতারিত হওয়ার ঝুঁকিও থাকছে না। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই সিস্টেম তৈরি করেছে। আধার নম্বর দিয়ে আঙুলের ছাপ যাচাই করে ডিজিটাল লেনদেন করতে পারেন যে কেউ।
advertisement
4/7
সবচেয়ে বড় কথা হল, এই লেনদেনে ব্যাঙ্ক বিবরণ দেওয়ার প্রয়োজন হয় না, তাই সম্পূর্ণ নিরাপদ। এটিএম, কিয়স্ক এবং মোবাইল ডিভাইসেও অনলাইনে লেনদেন করা যায়।
advertisement
5/7
কারা সুবিধা পেতে পারেন: যাঁদের আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা রয়েছে, একমাত্র তাঁরাই এই সুবিধা পেতে পারেন। একটি আধার কার্ড একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা যেতে পারে। ব্যাঙ্কিং করেসপন্ডেন্টেরা এই পরিষেবা দেন। কমন সার্ভিস সেন্টার থেকেও এই পরিষেবা দেওয়া হয়।
advertisement
6/7
এই পরিষেবা ব্যবহারের পদ্ধতি: আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকলে আলাদা করে কিছু করার দরকার নেই। ব্যাঙ্কিং করেসপন্ডেন্টকে বাড়িতে ডেকে বা মিনি এটিএমে আধার নম্বর বা আঙুলের ছাপ দিয়ে লেনদেন করতে পারেন গ্রাহক। এছাড়া কমন সার্ভিস সেন্টারে গিয়েও এইপিএস লেনদেন করা যায়।
advertisement
7/7
অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা না থাকলে ব্যাঙ্কে গিয়ে এই সংক্রান্ত ফর্ম পূরণ করতে হবে। মোবাইল নম্বর এবং আধার কার্ডের ফটোকপি জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার পর অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে দেবে ব্যাঙ্ক। তখন গ্রাহক এইপিএসের মাধ্যমে লেনদেন করতে পারবেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ATM-র মতো ব্যবহার করুন Aadhaar Card, পিন মনে রাখার ঝামেলা নেই, দরকার নেই ওটিপিরও