Aadhaar Card: এবার আধারে থাকবে না নাম বা ঠিকানা, কার্ডে থাকবে কেবল আপনার ছবি ও QR !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Aadhaar Card News: আধার কার্ডে আসছে বড় পরিবর্তন। ভবিষ্যতে কার্ডে আর ব্যক্তিগত তথ্য যেমন নাম বা ঠিকানা দেখা যাবে না—বরং থাকবে শুধু ছবি এবং নিরাপদ QR কোড। কীভাবে বদলে যাবে আপনার পরিচয় যাচাই? বিস্তারিত জানুন।
advertisement
1/5

আধার আজ কতটা জরুরি, তা বলার আর প্রয়োজন পড়ে না । সমস্ত আর্থিক পরিষেবা আধার ছাড়া সম্ভব নয় বলা যায়। স্বাভাবিকভাবেই, এত গুরুত্বপূর্ণ নথির অপব্যবহারের ঝুঁকিও অনেক বেশি। এই সম্ভাব্য বিপদকে মাথায় রেখে আধারকে আরও সুরক্ষিত করতে সরকার আবারও কিছু পরিবর্তনের কথা জানিয়েছে।আসন্ন নতুন আধার কার্ডে থাকবে শুধু আপনার ছবি এবং একটি কিউআর কোড। আগে যেভাবে নাম, ঠিকানা ও আধার নম্বর লেখা থাকত, সেগুলো নতুন আধার কার্ডে আর থাকবে না।
advertisement
2/5
ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি (UIDAI) ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রোধ করতে কেবলমাত্র আধার কার্ড হোল্ডারের ছবি ও কিউআর কোড-সহ আধার কার্ড জারি করার বিষয়টি বিবেচনা করছে।
advertisement
3/5
আধার বিষয়ক একটি সম্মেলনে UIDAI–এর সিইও ভূবনেশ কুমার বলেন, ডিসেম্বর মাসে একটি নতুন নিয়ম আনার কথা ভাবা হচ্ছে, যাতে হোটেল, ইভেন্ট আয়োজক-সহ বিভিন্ন সংস্থার দ্বারা অফলাইন যাচাইকরণকে নিরুৎসাহিত করা যায়। পাশাপাশি ব্যক্তির গোপনীয়তা বজায় রেখে আধার ব্যবহার করে বয়স যাচাইকরণের প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা হবে।
advertisement
4/5
নতুন আধার কার্ড কেমন হবে-কুমার বলেন, ‘এই বিষয়ে ভাবা হচ্ছে যে কার্ডে অন্য কোনও তথ্য রাখার প্রয়োজনই বা কেন? এতে শুধু ছবি এবং কিউআর কোড থাকলেই যথেষ্ট। যদি আমরা আরও তথ্য ছাপাই, তাহলে মানুষ সেটাকেই আসল ধরে নেবে এবং যারা অপব্যবহার করতে জানে, তারা সেটাই চালিয়ে যাবে।’এর অর্থ হল—নতুন আধার কার্ডে শুধু আপনার ছবি এবং একটি কিউআর কোড থাকবে। সেই কিউআর কোডের মধ্যে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য গোপনীয়ভাবে সুরক্ষিত থাকবে এবং এর অপব্যবহার হওয়ার সম্ভাবনাও অনেক কমে যাবে।
advertisement
5/5
আধার আইন অনুযায়ী কোনও ব্যক্তির আধার নম্বর বা বায়োমেট্রিক তথ্য অফলাইন যাচাইকরণের জন্য সংগ্রহ, ব্যবহার বা সংরক্ষণ করা যায় না। তবুও অনেক প্রতিষ্ঠান আধার কার্ডের ফটোকপি সংগ্রহ করে এবং সংরক্ষণও করে থাকে। এর ফলে প্রতারণা বা আধারের তথ্যের অপব্যবহারের সম্ভাবনা থেকেই যায়।এই ঝুঁকি থেকে বাঁচতেই আধারে থাকা সমস্ত তথ্য গোপনীয় করার প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে অফলাইন যাচাইকরণ বন্ধ করে মানুষের ব্যক্তিগত তথ্যের ভুল ব্যবহার রোধ করা যায়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Aadhaar Card: এবার আধারে থাকবে না নাম বা ঠিকানা, কার্ডে থাকবে কেবল আপনার ছবি ও QR !