TRENDING:

7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বাম্পার খবর, বাড়ছে বেতন! DA-DR-HRA বৃদ্ধিতে মোটা টাকা Salary

Last Updated:
7th Pay Commission|DA-DR-HRA Hikes of Central Government Employees: অক্টোবরেই আরও ৩% DA বৃদ্ধির সম্ভাবনা
advertisement
1/10
7th Pay Commission: বাড়ছে বেতন! DA-DR-HRA বৃদ্ধিতে মোটা টাকা Salary
অবশেষে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীরা ২৮ শতাংশ হরে ডিএ (DA Hiked till 28% for Central Governmnet Employees) পেতে চলেছেন ৷ এই বর্ধিত ডিএ নির্ধারিত হবে বেসিক স্যালারির উপরে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/10
এখানেই শে হয় কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাবেন এইচআরএ (HRA) বা হাউজ রেন্ট অ্যালাউন্স (House Rent Allowance) ৷ কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত মানুষেরা বেতনের সঙ্গে বর্ধিত হার ডিএ পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/10
২৫ শতাংশের বেশি ডিএ-এর (DA Hikes) অনুমোদন দিলেই বৃদ্ধি করতে হয় এইচআরএ ৷ গত জুলাই মাসেই ২৮ শতাংশ ডিএ বৃদ্ধিতে (DA Hikes) অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার (Approved by Narendra Modi Government) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/10
এর ফলেই এইচআরএ বর্ধিত (HRA Hikes) হয়ে ২৭ শতাংশে দাঁড়িয়েছে ৷ দেশের বিভিন্ন শহরের উপরে নির্ভর করে X, Y, Z ক্যাটাগরিতে ফেলে বৃদ্ধি হয়েছে ডিএ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/10
ধরে নেওয়া যাক যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা X স্তরের শহরে বসবাস করেন তাঁদের বেসিক স্যালারির ২৭ শতাংশ বর্ধিত হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/10
যাঁরা Y ক্যাটাগরির শহরে বাস করেন সেক্ষেত্রে তাঁরা ১৮ শতাংশ এইচআরএ (HRA has been dived by in Three category) পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/10
Z ক্যাটাগরির শহরে বসবাসকারী কর্মীদের বেসিক স্যালারির উপরে ৯ শতাংশ ডিএ দেওয়া হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/10
সপ্তম বেতন কমিশনের সুপারিশে (The recomandation of 7th Pay Commission) একধাক্কায় বেড়েছে বেতন ৷ এখনও পর্যন্ত যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেসিক বেতন ১৮,০০০ টাকা, সেই সমস্ত কর্মীরা ডিএ পাবেন ৩,০৬০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/10
জুন ২০২১ পর্যন্ত যাঁদের ন্যূনতম বেসিক বেতন (Minimum basic Salary of Narendra Modi Government Employess) ১৮,০০০ টাকা, তাঁরা ১৭ ডিএ পেয়েছেন জুলাই ২০২১ (July 2021) থেকে সেটি ২৮ শতাংশ হয়েছে ৷ ফলে ১৮,০০০ টাকা যাঁদের বেসিক স্যালারি (Basic Salary) তাঁরা ৫,০৪০ টাকা করে বর্ধিত হারে ডিএ পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/10
ফলে প্রতি মাসে ডিএ বাবদ ১,৯৮০ টাকা করে বাড়ছে ৷ এরপরেই ৩ শতাংশ ডিএ (DA) ও ডিআর (DR) বৃদ্ধি পাচ্ছে অক্টোবরে (October 2021), অন্তত এমনটাই মনে করা হচ্ছে, যদি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে ৩১ শতাংশ হবে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বাম্পার খবর, বাড়ছে বেতন! DA-DR-HRA বৃদ্ধিতে মোটা টাকা Salary
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল