7th Pay Commission: কর্মচারীদের জন্য নতুন বছরে বাম্পার উপহার! ৩% DA বৃদ্ধি, Arrear নিয়েও বড় সিদ্ধান্ত
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
7th Pay Commission|Odisha Government Employess DA-DR Hikes|Odisha Naveen Patnaik Government's big decision|Central Government Employees DA may hike|Central Governments' Ex-Employees DR may be hike|Narendra Modi Government Employees DA, Ex Employees DR may hike|Business: ওড়িশার সরকার রাজ্য সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার
advertisement
1/11

নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিরাট খবর ৷ (7th Pay Commission Latest News) ৷ সরকার কর্মীদের ফের ডিএ-ডিআর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/11
এই বর্ধিত ডিএ-ডিআর ৩ শতাংশ রূপে বর্ধিত ডিএ কার্যকর করা হয়েছে ১ জুলাই ২০২১ থেকে ৷ এর আগে কেন্দ্রীয় সরকার কর্মীদের ডিএ ৩ শতাংশ বৃদ্ধি করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/11
ফলত বর্তমানে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৩১ শতাংশ করেছে ৷ এবার সেই পথে হাঁটল ওড়িশা সরকারও ৷ সেখানকার সরকারি কর্মীরাও ডিএ (DA Hikes) পাবেন ৩১ শতাংশ ডিএ-ডিআর-এর (DA-DR Hikes) লাভ পেয়ে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/11
ওড়িশার মুথ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Chief minister of Odisha Naveen Patnaik) শুক্রবার রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/11
এর আগে রাজ্যের প্রায় ৭.৫ লক্ষ কর্মচারী ও পেনশনভোগীরা সরাসরি উপকৃত হয়েছে ৷ রাজ্য সরকার সপ্তম বেতন কমিশনের অন্তর্গত কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/11
সরকারি কর্মীরা জানুয়ারি ২০১৬ (January 2016) থেকে অগাস্ট ২০১৭ (August 2017) এর মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত বেতনের ৫০ শতাংশ বকেয়া পাবে ৷ সরাসরি ৬ লক্ষ কর্মীরা রাজ্য সরকারি কর্মীরা লাভবান হবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/11
ফলে নতুন বছরের শুরুতে সরকারি কর্মীরা দুর্দান্ত খবর পাবেন বলেই মনে করা হচ্ছে ৷ ওড়িশা সরকারের পক্ষ থেকে ডিএ মূল বেতনের ৩১ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এই বৃদ্ধি ১ জুলাই ২০২১ (July 01, 2021) থেকে কার্যকর হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/11
অন্যদিকে কেন্দ্রীয় সরকার ফের একবার কর্মীদের ডিএ (DA hikes) বৃদ্ধি করতে পারে ৷ AICPI সূচক ও গড় দেখে সেপ্টেম্বরে ২০২১ ডিএ (Dearness allowance) ৩৩ শতাংশ করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/11
এই দিক থেকে বিশ্লেষণ করলে বলা যায় যে ২ শতাংশ বৃদ্ধি হয়েছে ৷ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এর তথ্য প্রকাশ্যে আসেনি ৷ তবুও মনে করা হচ্ছে ১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/11
ডিসেম্বর ২০২১ পর্যন্ত CPI (IW) সূচক ১২৫ এ পর্যন্ত হয়েছে সেই সূত্রে বলা যেতে পারে ডিএ ৩ শতাংশ বৃদ্ধি নিশ্চিত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/11
মোট ডিএ বেড়ে (After 3% of DA Hike) ৩৪ শতাংশ হবে ৷ যা জানুয়ারি ২০২২ (January 2022) থেকে কার্যকর হবে ৷ অর্থাৎ কেন্দ্রীয় সরকারি (Central Government Employees Salary Hike) কর্মীদের বেতন ফের বাড়বে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
7th Pay Commission: কর্মচারীদের জন্য নতুন বছরে বাম্পার উপহার! ৩% DA বৃদ্ধি, Arrear নিয়েও বড় সিদ্ধান্ত