TRENDING:

7th Pay Commission: Modi সরকারের কর্মীদের জন্য বিশাল খুশির খবর! এই মাসেই বেতনের সঙ্গে ৫৮,০৩৮ টাকার এরিয়ার পাবেন

Last Updated:
7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিরাট বাম্পার খবর কেননা, কর্মীরা গতকালই ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা জানতে পেরেছেন, তার সঙ্গেও আরও একটি খুশির খবর এই মাসের বেতন থেকেই ৩ মাসের ডিএ-এর এরিয়ার পাবেন
advertisement
1/11
Modi সরকারের কর্মীরা এই মাসেই বেতনের সঙ্গে ৫৮,০৩৮ টাকার এরিয়ার পাবেন
ফের একবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) জন্য বড় খবর ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/11
মোদি সরকারের কর্মী (Staffs of Narendra Modi Government) ও পেনশনভোগীদের (Pensioners) জন্য বড় খবর গতকালই কেন্দ্রীয় সরকার দিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/11
কেন্দ্রীয় মন্ত্রিসভা ৩ শতাংশ ডিএ বৃদ্ধির (Dearness Allowance Hike) বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছে ৷ অর্থাৎ কর্মীরা এবার থেকে ডিএ ৩৪ শতাংশ (DA Hike) করে পাচ্ছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/11
একই সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩ শতাংশ করে ডিএ পাবেন তার সঙ্গেও বড় খবর ৩ মাসের এরিয়ার পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/11
এটি নির্ধারিত হয় সর্বাধিক ও সর্বনিম্ন বেসিক স্যালারির উপরেই এরিয়ার নির্ধারিত হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/11
৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও ৬৫ লক্ষ অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি এরপরে পরবর্তী ডিএ গণনা করা হবে জুলাই ২০২২ থেকে ৷ ডিসেম্বর ২০২১AICPI-IW (All India Consumer Price Index for Industrial Workers) যে গড় দেখিয়েছে সে অনুযায়ী এই গড় ০.৩ অঙ্ক পড়ে গিয়ে ১২৫.৪ শতাংশ হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/11
ডিসেম্বরে এই অঙ্ক ছিল ১২৫.৭ শতাংশ ৷ একই সঙ্গে তা ডিসেম্বরে ০.২৪ শতাংশ কম এসেছিল ৷ তবে এতে মহার্ঘ ভাতা বৃদ্ধিতে বিশেষ কোনও প্রভাব ফেলতে পারবেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/11
জুলাই ২০২১ থেকে ডিএ গণনা (DA Calculator from July 2021), জুলাই ২০২১, ৩৫৩, ৩১.৮১%, অগাস্ট ২০২১, ৩৫৪, ৩২.৩৩%, সেপ্টেম্বর ২০২১, ৩৫৫, ৩২.৮১%, নভেম্বর ২০২১, ৩৬২.০১৬, ৩৩%, ডিসেম্বর ২০২১, ৩৬১.১৫২, ৩৪% ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/11
জুলাইয়ের জন্য গণনা ১২২.৮X ২.৮৮ = ৩৫৩.৬৬৪, অগাস্টের জন্য গণনা ১২৩X ২.৮৮ = ৩৫৪.২৪, সেপ্টেম্বরের জন্য গণনা ১২৩.৩X২.৮৮ = ৩৫৫.১০, নভেম্বরের জন্য গণনা ১২৫.৭X২.৮৮ = ৩৬২.০১৬, ডিসেম্বরের জন্য গণনা - ১২৫.৪ X২.৮৮ = ৩৬১.১৫২ ৷ প্রতীকী ছবি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/11
ন্যূনতম বেসিক স্যালারির উপরে ডিএ-এর গণনা, যাঁদের বেসিক স্যালারি ১৮,০০০ টাকা, নতুন মহার্ঘ ভাতা ৩৪%, ৬,১২০ টাকা প্রতি মাসে, বর্তমান মহার্ঘ ভাতা ৩১%, ৫,৫৮০ টাকা প্রতি মাসে, কতখানি মহার্ঘ ভাতা বাড়ল ৬,১২০-৫,৫৮০ টাকা অর্থাৎ ৫৪০ টাকা প্রতি মাসে বাড়ল, বার্ষিক বেতন বৃদ্ধি ৫৪০X১২= ৬,৪৮০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/11
সর্বাধিক বেসিক স্যালারির উপরে ডিএ-এর গণনা যাঁদের বেসিক স্যালারি ৫৬,৯০০ টাকা, নতুন মহার্ঘ ভাতা ৩৪%, ১৯,৩৪৬ টাকা প্রতি মাসে, বর্তমান মহার্ঘ ভাতা ৩১%, ১৭,৬৩৯ টাকা প্রতি মাসে, মোট মহার্ঘ ভাতা বৃদ্ধি ১৯,৩৪৬-১৭,৬৩৯= ১,৭০৭ টাকা প্রতি মাসে, বার্ষিক বেতন বৃদ্ধি ১,৭০৭X১২= ২০,৪৮৪ টাকা ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
7th Pay Commission: Modi সরকারের কর্মীদের জন্য বিশাল খুশির খবর! এই মাসেই বেতনের সঙ্গে ৫৮,০৩৮ টাকার এরিয়ার পাবেন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল