TRENDING:

7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, ১৮ মাসের বকেয়া DA নিয়ে সব থেকে বড় আপডেট

Last Updated:
7th Pay Commission: মোদি সরকারের কর্মীদের ১৮ মাসের বকেয়া ডিএ নিয়ে বড়সড় আপডেট
advertisement
1/13
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, ১৮ মাসের বকেয়া DA-র আপডেট
যদি আপনিও কেন্দ্রীয় সরকারি কর্মী হন সেক্ষেত্রে এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ যে সমস্ত কর্মীরা ১৮ মাসের বকেয়া ডিএ-এর অপেক্ষা করছেন তাঁদের জন্য বিরাট খবর ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/13
আসলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১৮ মাসের ডিএ কেন্দ্রীয় সরকারের আলোচনার এজেন্ডা নয় এটি জানতে পারা গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/13
মোদি সরকার জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১৮ মাসের বকেয়া ডিএ নিয়ে এখনই কোনও আলাপ আলোচনায় রাজি নয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/13
তবে মোদি সরকারের এই সিদ্ধান্ততে অত্যন্ত বড় ঝটকা লাগতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/13
কিছুদিন আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ একটি বিবৃতি জানিয়েছেন যে করোনা অতিমারির কারণে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ সাময়িক ভাবে ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/13
যাতে যে সমস্ত মানুষেরা আর্থিক ভাবে পিছিয়ে তাঁদের সেবাতে সেই টাকা ব্যবহৃত হয়েছিল ৷ তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কোনও ভাবেই হ্রাস করা হয়নি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/13
ডিএ-ও পরবর্তী সময় থেকে বেড়েছে ৷ ন্যাশন্যাল কাউন্সিল অফ জেসিএম এর পক্ষ তেকে শিবগোপাল মিশ্র জানিয়েছেন, লেবেল-১-এর কর্মচারীরা ডিএ এরিয়ারের ১১,৮৮০ থেকে ৩৭,৫৫৪ টাকা পর্যন্ত পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/13
অন্যদিকে লেবেল-৩-এর কর্মীরা (7th CPC বেসিক পে স্কেল ১,২৩,১০০ টাকা থেকে ২,১৫,৯০০ টাকা) বা লেবেল ১৪-এর কর্মীদের বেসিক পে স্কেল গণনা করলে বুঝতে পারবেন কর্মীরা হাতে ডিএ এরিয়ারের ১,৪৪,২০০ টাকা থেকে ২,১৮,২০০ টাকা পেতে পারেন ৷ সেই টাকা তাঁদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/13
মোদি সরকারের কর্মীরা যাঁদের ন্যূনতম গ্রেড পে ১,৮০০ টাকা লেবেল-১ বেসিক পে স্কেল রেঞ্জ ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা) ৷ এর ৪,৩২০ টাকা [{১৮,০০০-এর ৪ শতাংশ} X ৬] ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/13
অন্যদিকে [{৫৬,৯০৩ টাকার ৪ শতাংশX৬] যাঁদের বেতন তাঁরা ১৩,৬৫৬ টাকা পাওয়ার অপেক্ষায় আছেন ৷ সপ্তম বেতন কমিশনের অন্তর্গত মিনিমাম গ্রেড পে'র উপরে কেন্দ্রীয় সরকারি কর্মীরা জুলাই-ডিসেম্বর ২০২০ পর্যন্ত ডিএ এরিয়ার ৩,২৪০ টাকা [{১৮,০০০-এর ৩ শতাংশ}x৬] পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/13
যাঁদের বেতন [{৫৬,৯০৩ টাকার ৩ শতাংশx৬] যাঁরা তাঁদের ১০,২৪২ টাকা পাবেন ৷ এই টাকার ৩ শতাংশ}x6] তাঁরা পাবেন ১০,২৪২ টাকা পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/13
অন্য ভাবে দেখলে দেখতে পাওয়া যায় যে জানুয়ারি ২০২০ থেকে জুলাই ২০২১ ডিএ এরিয়ার গণনা করলে দেখতে পাওয়া যাবে ৪,৩২০ [{১৮,০০০ টাকার ৪ শতাংশ}x৬] হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/13
অন্যদিকে জানুায়রি ২০২১ এর মধ্যে ডিএ এরিয়ার গণনা করলে দেখতে পাওয়া যাবে ৪,৩২০ টাকা [{১৮,০০০ টাকার ৪ শতাংশx৬}] হবে ৷ সেক্ষেত্রে [{₹৫৬,৯০০ টাকার ৪ শতাংশ}x৬] এর ১৩,৬৫৬ টাকা হবে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, ১৮ মাসের বকেয়া DA নিয়ে সব থেকে বড় আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল