Pension Update|7th Pay Commission: সরকারি কর্মীদের জন্য বিরাট খবর! পেনশনের নিয়মে বড়সড় বদল, গ্র্যাচুইটি নিয়ে বিরাট সিদ্ধান্ত
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Pension Update|7th Pay Commission|Gratuity|Pension Hike|DR Hike|Himachal Pradesh Governement|HP Government Pension Hike|Narendra Modi Government|Central Government|Modi Governement|Business: এবার থেকে আরও বেশি টাকা পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা
advertisement
1/10

কেন্দ্রীয় সরকারের (Central Government) পক্ষ থেকে পেনশনের (Pension Structure) নিয়মে বদলের সঙ্গে সঙ্গে এই রাজ সরকারও পেনসনের নিযমে বড়সড় বদল আনতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/10
হিমাচল প্রদেশে সরকার আগামী পয়লা ফেব্রুয়ারি (February 2022) থেকেই পেনশনের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/10
হিমাচল প্রদেশ সরকারের (HImachal Pradesh Governement) পক্ষ থেকে ১.৭৩ লক্ষ পেনশনভোগীদের (Pensioners) জন্য এক বড় খবর ৷ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের নেতৃত্বে মন্ত্রিসভায় এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/10
হিমাচল প্রদেশ সরকারের (7th Pay Commission) পক্ষ থেকে জানানো হয়েছে যে ১ জানুয়ারি ২০১৬ থেকে ৩১ জানুয়ারি ২০২১-এর মধ্যে যার ক্রমবসর নিয়েছেন তাঁদের এই নতুন পেনশন (New Pension) ও গ্র্যাচুইটির (Gratuity) সুবিধাও থাকবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/10
হিমাচল প্রদেশে এবার থেকে ১ জানুয়ারি ২০১৬ (Januray 01, 2016) থেকে ন্যূনতম পেনশনের (Minimum Pension Amount) পরিমাণ ৩,৫০০ টাকা থেকে বেড়ে ৯,০০০ টাকা হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/10
মন্ত্রিসভার বৈঠকে গ্র্যাচুইটির (Gratuity) টাকা ১০ লক্ষ থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে ৷ এই বৃদ্ধি এনপিএসের (NPS) অন্তর্গত যে সমস্ত কর্মীরা আছেন তাঁদের জন্যই কার্যকর হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/10
নতুন নিয়ম অনুযায়ী ৮০ বছর বা তার থেকে বেশি বয়স যাঁদের পেনশনভোগী বা তাঁর পরিবারের পেনশনও সংশোধিত হবে ৷ ১ জুলাই ২০২১ থেকে পেনশনভোগীদের ডিআর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/10
পেনশনের স্তরে বদলের (7th Pay Commission) ফলে ১,৭৮৫ কোটি টাকা অতিরিক্ত পরিমাণে রাজস্বে চাপ পড়বে ৷ যার মধ্যে সরকার অন্তবর্তীকালীন ১,৪৫০.৪৪ কোটি টাকা আগেই দিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/10
আরও জানতে পারা গিয়েছে মন্ত্রিসভার পক্ষ থেকে অসুস্থ মানুষ বা গুরুতর অসুস্থ মানুষদের ক্ষেত্রে কেন্দ্রীয় অ্যাম্বুল্যান্স পরিষেবা বিনামূল্যে দেওয়ার জন্য ৫০টি অতিরিক্ত অ্যাম্বুল্যান্সের বরাদ্দ করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/10
মন্ত্রিসভার বৈঠকে এই বিষয় নিয়েও অনুমোদন পাওয়া গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Pension Update|7th Pay Commission: সরকারি কর্মীদের জন্য বিরাট খবর! পেনশনের নিয়মে বড়সড় বদল, গ্র্যাচুইটি নিয়ে বিরাট সিদ্ধান্ত