7th Pay Commission|Holi 2022: হোলির আগেই বিরাট খবর! কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
7th Pay Commission|Narendra Modi Governments' Employees DA hike|DR Hike For Ex-Central Government Employees|Central Government Employees|Narendra Modi Government Employees DA hike|Business: হোলির আগেই বিরাট প্রাপ্তি হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বাড়তে পারে ডিএ-ডিআর ৷ Before holi Central Government employees may have DA hike.
advertisement
1/14

হোলির আগেই ফের কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিরাট খুশির খবরের সম্ভাবনা, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় উপহারের প্রস্তুতিতে নরেন্দ্র মোদি সরকার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/14
সূত্রের খবর ফের কেন্দ্রীয় সরকার কর্মচারীদের সন্তুষ্ট করতে পারে ৷ ডিএ-এর সঙ্গে সঙ্গে বাড়তে পারে এইচআরএ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/14
কেন্দ্রীয় সরকার (Central government employees) কর্মীদের লম্বা অপেক্ষার পরে মহার্ঘভাতা ৩ শতাংশ বৃদ্ধির করার ক্ষেত্রে প্রায় নিশ্চিত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/14
অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪ শতাংশ করে ডিএ পাবেন ৷ ১২ মালে ডিএ-এর (Dearness allowance) সূচক ৩৫১.৩৩ হয়েছে যার মোট ৩৪.০৪ শতাংশ গড় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/14
ডিএ সব সময়েই রাউন্ড ফিগারে দেওয়া হয় ৷ সেই সূত্রে বলা যেতে পারে যে ৩৪ শতাংশ ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাবেন এটা নিশ্চিত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/14
অন্যদিকে অর্থমন্ত্রক ১১.৫৬ লক্ষেরও বেশি কর্মীদের হাউজ রেন্ট অ্যালাউন্স বা এইচআরএ কার্যকর করার ক্ষেত্রে বিচার বিশ্লেষণ শুরু করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/14
অন্যদিকে অর্থমন্ত্রক ১১.৫৬ লক্ষেরও বেশি কর্মীদের হাউজ রেন্ট অ্যালাউন্স বা এইচআরএ কার্যকর করার ক্ষেত্রে বিচার বিশ্লেষণ শুরু করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/14
অনুমোদনের পরেই কর্মীরা সরাসরি লাভবান হবেন ৷ এইচআরএ পাওয়ার পরেই বেতনে তুমুল বৃদ্ধি হবে ৷ ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার অ্যাসোসিয়েশন (IRTSA) ও ন্যাশন্যাল ফেডারেশন অফ রেলওয়েমেন (NFIR)-এর পক্ষ থেকে সরকারের কাছে এইচআরএ বৃদ্ধির জন্য দাবি করেছে ৷ যা কার্যকর করতে হবে ১ জানুয়ারি ২০২১ থেকেই ৷ প্রতীকী ছবি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/14
আসলে ডিএ ২৫ শতাংশের বেশি হলেই এইচআরএ বৃদ্ধি হয় ৷ DoPT-এর এক তথ্যের অনুযায়ী বলতে পারা যায় যে মহার্ঘ ভাতার নিরিখেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের এইচআরএ বাড়তে পারে ৷ প্রতীকী ছবি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/14
এই প্রস্তাবটির অনুমোদন পেলেই জানুয়ারি ২০২১ থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা এইচআরএ পাবেন (HRA Hike) ৷ বিভিন্ন শহরে বাসবাসকারীরা X, Y ও Z ক্যাটাগরিতে পাবেন এইচআরএ ৷ প্রতীকী ছবি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/14
বর্তমানে X ক্যাটাগরির শহরে যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা বসবাস করেন তাঁদের মাসিক এইচআরএ ৫,৪০০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/14
Y ক্যাটাগরির শহরে যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা বসবাস করেন তাঁদের মাসিক এইচআরএ (HRA) ৩,৬০০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/14
Z ক্যাটাগরির শহরে যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা বসবাস করেন তাঁদের মাসিক এইচআরএ ১,৮০০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/14
যে সমস্ত শহরে ৫০ লক্ষের বেশি জনসংখ্যা সেই শহরকে X ক্যাটাগরি, এই শহরে বসবাসকারী কেন্দ্রীয় সরকারি কর্মীরা ২৭ শতাংশ, Y ক্যাটাগরির শহরে বসবাসকারী কর্মীরা ১৮ শতাংশ Z ক্যাটাগরির শহরে যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা বসবাস করেন তাঁরা ৯ শতাংশ হারে এইচআরএ পেয়ে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
7th Pay Commission|Holi 2022: হোলির আগেই বিরাট খবর! কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা