TRENDING:

75 Thousand Rupees Gold Price ? দর তো পড়েই চলেছে, এবার কি সোনার দাম গিয়ে ঠেকবে ৭৫ হাজারে? জেনে নিন

Last Updated:
75 Thousand Rupees Gold Price ? সোনার দাম পড়ছে দিনের পর দিন। অনেকেই ভাবছেন এবার কি সোনা ₹৭৫,০০০-এ পৌঁছবে? বাজার বিশ্লেষকরা জানাচ্ছেন বিভিন্ন কারণ ও প্রভাব, যা এই পতনের পেছনে কাজ করছে।
advertisement
1/5
দর তো পড়েই চলেছে, এবার কি সোনার দাম গিয়ে ঠেকবে ৭৫ হাজারে? জেনে নিন
মধ্যবিত্ত বাঙালিরা সাধারণত ভবিষ্যতের কথা মাথায় রেখেই সোনা ক্রয় করে থাকেন। তবে বলা ভাল যে, বিনিয়োগ হোক বা গয়না গড়ানো হোক, বাঙালিদের জীবনে সোনার গুরুত্ব অপরিসীম। এদিকে আবার বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক মুদ্রাস্ফীতির বিরুদ্ধে হাতিয়ার হিসেবে সোনা কেনে। মূলত সোনা হল বিনিয়োগের অত্যন্ত জনপ্রিয় মাধ্যম। কিন্তু সোনার মূল্য বৃদ্ধির জেরে বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।  আসলে মূল্যবান এই ধাতুর দাম নানা অর্থনৈতিক বিষয়, সরবরাহ এবং চাহিদা প্রভৃতির উপর নির্ভর করেই বদলে যেতে থাকে।তবে দিন কয়েক আগেই এই সোনার দাম সংক্রান্ত বিষয়ে আশার আলো দেখিয়েছিলেন ম্যাক্স লেটন।
advertisement
2/5
শুধু তিনিই নন, অন্যান্য বিশেষজ্ঞদের কথাতেও একই সুর শোনা গিয়েছিল। তাঁরা দাবি করেছিলেন যে, ২০২৬ সালের শেষের দিকে সোনার দর কমে পৌঁছে যেতে পারে ৭৬ হাজার টাকার কাছাকাছি জায়গায়। এদিকে আবার পশ্চিম এশিয়ার অশান্তি কিছুটা স্তিমিত হয়েছে, ফলে কমতে শুরু করেছে সোনার দামও। তাহলে কি সত্যি হতে চলেছে ম্যাক্স লেটন এবং অন্যান্য বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণী? আর তার ফলে কি সোনার দাম ৭৫ হাজার টাকার কাছাকাছি চলে যাবে? যদি এমনটা হয়, তাহলে নিঃসন্দেহে মধ্যবিত্ত মহলে আনন্দের জোয়ার বয়ে যাবে।
advertisement
3/5
২৪ ক্যারাট সোনার দাম:গত ৩০ জুন ২০২৫ তারিখ অর্থাৎ সোমবার ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম কমেছে ১৬০ টাকা। ফলে ১০ গ্রাম সোনার দাম গিয়ে পৌঁছেছে ৯৭ হাজার ৩৩০ টাকায়। যার অর্থ হল, ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম পৌঁছেছে ৯ হাজার ৭৩৩ টাকায়।
advertisement
4/5
২২ ক্যারাট সোনার দাম:শুধু ২৪ ক্যারাটেরই নয়, দাম কমেছে গয়নার সোনারও। গত ৩০ জুন ২০২৫ তারিখ অর্থাৎ সোমবার ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১৫০ টাকা হ্রাস পেয়ে পৌঁছে গিয়েছে ৮৯ হাজার ১৫০ টাকায়। যার অর্থ হল, ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ৮ হাজার ৯১৫ টাকা।
advertisement
5/5
১৮ ক্যারাট সোনার দাম:গত ৩০ জুন ২০২৫ তারিখ অর্থাৎ সোমবার দাম কমেছে ১৮ ক্যারাট সোনারও। ১০ গ্রাম ১৮ ক্যারাট সোনার দাম ১২০ টাকা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার টাকায়। যার অর্থ হল, ১ গ্রাম ১৮ ক্যারাট সোনার দাম হয়েছে ৭ হাজার ৩০০ টাকা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
75 Thousand Rupees Gold Price ? দর তো পড়েই চলেছে, এবার কি সোনার দাম গিয়ে ঠেকবে ৭৫ হাজারে? জেনে নিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল