5 Shortcuts To Become Rich: সহজে বড়লোক হতে চাইছেন ? AI জানাল ধনী হওয়ার ৫টি শর্টকাট
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
5 Shortcuts To Become Rich: বড়লোক হতে গেলে শুধু পরিশ্রম নয়, দরকার সঠিক দিকনির্দেশ। AI জানাচ্ছে ৫টি এমন শর্টকাট যা অনুসরণ করলে সহজেই বাড়বে আপনার আয় ও সম্পদ।
advertisement
1/7

ধনী হতে কে না চায় ? কিন্তু টাকার খেলা অনেকটাই নির্ভর করে কপালের উপরে ৷ আমাদের দেশের বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত শ্রেণীতে পড়ে ৷ মধ্যবিত্ত সারা জীবনে যা আয় করে তাতে মোটামুটি ঠিক ভাবে জীবন কাটিয়ে দিতে পারে ৷ কিন্তু কেবল চাকরি বা ব্যবসা করে কি বড়লোক হওয়া যায় ৷ সকলের মনে একটাই প্রশ্ন বড়লোক হবেন কী করে ? শুধু তাই নয়, তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে সহজে কী করে বড়লোক হওয়া যায় ? সম্প্রতি এআই চলে আসাতে এখন সকলেই তাঁদের নানান প্রশ্নের উত্তর খুঁজছে এআই-এর কাছে ৷ ChatGPT-কে বড়লোক হওয়ার সহজ উপায় জিজ্ঞাসা করাতে যে উত্তর এসেছে তা আপনাক চমকে দেবে ।
advertisement
2/7
বড়লোক হতে গেলে শুধু পরিশ্রম নয়, দরকার সঠিক দিকনির্দেশ। AI জানাচ্ছে ৫টি এমন শর্টকাট যা অনুসরণ করলে সহজেই বাড়বে আপনার আয় ও সম্পদ।
advertisement
3/7
ChatGPT এই প্রশ্নের উত্তরে ৫টি শর্টকাট বলে দিয়েছে-1. প্রথমত High Income Skill শিখতে হবে ৷ চ্যাটজিপিটি-র দেওয়া উত্তর অনুযায়ী,এই একটি স্কিল আপনার জীবন বদলে দিতে পারে ৷ এর মধ্যে রয়েছে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেল্পমেন্ট, ডেটা অ্যানালিস্ট, ভিডিও এডিটিং ৷ তিন থেকে ৬ মাসের মধ্যে এই বিষয়ে কোর্স করে আপনি ৩০ হাজার থেকে ১ লাখ টাকা আয় করতে পারবেন ৷
advertisement
4/7
2. চাকরির পাশাপাশি Side Income শুরু করতে হবে ৷ অনেকেই যে ভুলটা করে থাকেন সেটা হল যে কোনও এক জায়গা থেকে রোজগার করেন ৷ সব সময় চাকরির পাশাপাশি বাড়তি আয়ের জন্য ব্যবসা বা পার্ট টাইম কিছু করা অত্যন্ত জরুরি ৷ শুধু চাকরির উপর নির্ভর করা উচিত হবে না ৷ চাকরির পাশাপাশি আপনি যেগুলি করতে পারবেন সেগুলি হল ফ্রিলান্সিং, ব্লগিং, ইউটিউব, ইনস্টাগ্রামে কনটেন্ট তৈরি করা ৷ নিজের ডিজিটাল প্রোডাক্ট যেমন ই-বুক বা কোর্স তৈরি করা ৷ এখানে আপনি ঠিক ভাবে কাজ করতে পারলে মাসে ৫০ হাজার টাকা বাড়তি আয় করতে পারবেন ৷
advertisement
5/7
৩. স্মার্ট বিনিয়োগ- সঠিক জায়গায় টাকা বিনিয়োগ করে মোটা টাকা আয় করতে পারবেন ৷ ভাল রিটার্নের জন্য আপনি এসআইপি, স্টক মার্কেট, পিপিএফ, রিয়েল এস্টেটে টাকা ইনভেস্ট করতে পারেন ৷ স্টক বা এসআইপি-তে মাসে ৫০০০ টাকা করে বিনিয়োগ করে আপনি কয়েক বছরে লাখপতি হতে পারেন ৷
advertisement
6/7
৪. সোশ্যাল মিডিয়া/ইন্টারনেট থেকে ব্র্যান্ড তৈরি করুন-টেক, ফিন্যান্স স্কিলের উপরে রিলস বা ইউটিউব ভিডিও তৈরি করতে পারেন ৷ ব্লগ বা নিউজ লেটার লিখতে পারেন ৷ অনলাইন কমিউনিটি তৈরি করেও সফল হতে পারবেন ৷ একটা ভাইরাল ভিডিও বা রিল আপনার জীবন পাল্টে দিতে পারে ৷
advertisement
7/7
৫. সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ রাখা ৷ নিজের গ্রোথের জন্য LinkedIn-এ অ্যাক্টিভ থাকুন ৷ Webinars বা ইভেন্টে গিয়ে নিজেকে আপডেটেড রাখুন ৷ সাকসেস মাইন্ডসেট রয়েছে এরকম মানুষের সঙ্গে বন্ধত্ব রাখুন ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
5 Shortcuts To Become Rich: সহজে বড়লোক হতে চাইছেন ? AI জানাল ধনী হওয়ার ৫টি শর্টকাট