বন্ধ হয়ে যাবে ২০০ টাকার নোট...? আরবিআই জারি করল 'বিজ্ঞপ্তি'! দেশবাসীর জন্য জরুরি ঘোষণা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
200 Rupee Note: ২০০০ টাকার নোটের পর, ২০০ টাকার নোটও কি বন্ধ হয়ে যাবে? বিভিন্ন মিডিয়া সূত্রে পাওয়া রিপোর্ট অনুযায়ী, বাজার থেকে সব ২০০ টাকার নোট তুলে নেওয়া হবে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে শোরগোল। এবার বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।
advertisement
1/16

২০০০ টাকার নোটের পর, ২০০ টাকার নোটও কি বন্ধ হয়ে যাবে? বিভিন্ন মিডিয়া সূত্রে পাওয়া রিপোর্ট অনুযায়ী, বাজার থেকে সব ২০০ টাকার নোট তুলে নেওয়া হবে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে শোরগোল। এবার বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।
advertisement
2/16
নোটবন্দীকরণের সেই দিনটি নিশ্চই ভুলে যাননি? এটিএম-এর সামনে সামনে সেই লম্বা লাইন। ভারতের ইতিহাসে নিঃসন্দেহে দিনটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হয়ে রয়েছে। সেইসময় আমরা দেখেছি আরবিআই কীভাবে ধীরে ধীরে বাজার থেকে ২০০০ নোট তুলে নিয়েছে।
advertisement
3/16
কিন্তু সম্প্রতি ফের একবার এই নোটবন্দি নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছে বাজারে বাজারে। বিভিন্ন সূত্র থেকে রিপোর্ট আসছে যে ২০০০ টাকার পরে এবার ভারত সরকার খুব শিগগিরই ২০০ টাকার নোটের জন্যও একই ধরনের পদক্ষেপ নিতে পারে।
advertisement
4/16
প্রসঙ্গত এই মুহূর্তে ভারতের বাজারে সর্বাধিক প্রচলিত নোট হল ৫০০ টাকা এবং ২০০ টাকার নোট। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রায় প্রত্যেকের পকেটেই ২০০ টাকা বা ৫০০ টাকার নোট রয়েছে।
advertisement
5/16
তাহলে কি সত্যি এবার এই নোট নিষিদ্ধ করতে চলেছে মোদি সরকার? এবার রিজার্ভ ব্যাঙ্ক এই বিষয়ে একটি বড় আপডেট দিয়েছে।
advertisement
6/16
আরবিআই-এর তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কী বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে? জানলে অবাক হবেন।
advertisement
7/16
RBI জানিয়েছে, ২০০০ টাকার নোট নিষিদ্ধ করার পর দেশে জাল ২০০ এবং ৫০০ টাকার নোটের প্রচলন ক্রমাগত বাড়ছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানুষকে লেনদেনের সময় তাই অতিরিক্ত সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছে।
advertisement
8/16
২০০ টাকার নোট বন্ধ হওয়ার কোনও সম্ভাবনা নেই জানিয়ে জাল নোটের বিস্তার ঠেকাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
advertisement
9/16
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেনদেনের সময় নোটগুলি সঠিকভাবে পরীক্ষা করার পরামর্শ দিয়েছে। আরবিআই বলেছে যে কেউ যদি জাল নোট খুঁজে পায়, তাদের অবিলম্বে স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট ব্যাঙ্ক আধিকারিকদের কাছে নিয়ে যাওয়া উচিত।
advertisement
10/16
আপনার পকেটে কি একটি জাল ২০০ টাকার নোট আছে? পরীক্ষা করুন এই প্রক্রিয়ায় :
advertisement
11/16
আপনার পকেটে থাকা ২০০ টাকার নোটটি জাল কি না তা কী ভাবে জানবেন? এটি জানতে, আপনাকে এটি শনাক্ত করতে হবে কয়েকটি চিহ্ন দেখে।
advertisement
12/16
২০০ টাকার নোটের বাঁ দিকে, ২০০ লেখা থাকবে দেবনাগরী লিপিতে।
advertisement
13/16
মাঝখানে মহাত্মা গান্ধির খুব স্পষ্ট একটি ছবি এবং 'আরবিআই', 'ভারত', 'ইন্ডিয়া' এবং '২০০' খুব ছোট অক্ষরে অর্থাৎ মাইক্রো ফন্টে লেখা আছে। ডান পাশে থাকে অশোক স্তম্ভের প্রতীক।
advertisement
14/16
জাল নোটের বিস্তার ঠেকাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
advertisement
15/16
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেনদেনের সময় নোটগুলি সঠিকভাবে পরীক্ষা করার পরামর্শ দিয়েছে।
advertisement
16/16
আরবিআই বিজ্ঞপ্তি জারি করে বলেছে যে কেউ যদি জাল নোট খুঁজে পায়, তবে তা অবিলম্বে স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট ব্যাঙ্ক আধিকারিকদের কাছে নিয়ে যান।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
বন্ধ হয়ে যাবে ২০০ টাকার নোট...? আরবিআই জারি করল 'বিজ্ঞপ্তি'! দেশবাসীর জন্য জরুরি ঘোষণা