এল ' স্মার্ট সানগ্লাস' ! এবার সানগ্লাস দিয়েই গান শুনুন, ফোন করুন
Last Updated:
advertisement
1/5

রোদে বাইরে বেরলে চোখে ওঠে সানগ্লাস! কিন্তু এবার আর তার ব্যবহার ওইটুকুতেই সীমাবদ্ধ থাকছে না! ভোল বদলে সানগ্লাস হচ্ছে 'স্মার্ট সানগ্লাস'! এবার থেকে সানগ্লাসের সাহায্যে আপনি গান শুনতে পারবেন, পারবেন কাউকে ফোন করতে বা ফোন রিসিভ করতেও । photo source: collected
advertisement
2/5
অত্যাধুনিক প্রযুক্তির এই সানগ্লাসটি বাজারে আনতে চলেছে প্রসিদ্ধ গ্যাজেটস নির্মাণকারী সংস্থা বোস। তবে, শুধুমাত্র গান শুনতে বা ফোন করতেই নয়, এই সানগ্লাসের সাহায্যে বিভিন্ন সংস্থার ভার্চুয়াল অ্যাসিসট্যান্ট যেমন-- অ্যালেক্সা, সিরি বা গুগল -এর মতো প্ল্যাটফর্মগুলিতে সহজেই নির্দেশ পাঠানো যাবে। photo source: collected
advertisement
3/5
আপাতত ওয়েফেরার ও সামান্য গোলাকার আকৃতির ফ্রেমে এই সানগ্লাস পাওয়া যাবে। ৪৫ গ্রামের মধ্যেই থাকবে ওজন, ক্ষতিকর সৌর রশ্মি আটকানোর জন্য থাকছে ইউভি-ব্লকিং সিস্টেম। photo source: collected
advertisement
4/5
সানগ্লাসটি ব্যবহার করার জন্য আগে চার্জ দিতে হবে। সংস্থার দাবি, একবার চার্জ দিলে ১২ ঘণ্টা পর্যন্ত চার্জ থাকবে। photo source: collected
advertisement
5/5
‘বোস’-এর তরফে জানানো হয়েছে ২০১৯ এর শুরুতেই এই সানগ্লাস বাজারে চলে আসবে । ভারতীয় মুদ্রায় ১৫,০০০ টাকার মতো দাম হতে পারে এই সানগ্লাসের। photo source: collected