‘‘দীপবীরের’’ বিয়ের ছবি আসতেই শুভেচ্ছার ঢল, কারা করলেন উইশ আর কারা করলেন না জেনে নিন
Last Updated:
advertisement
1/8

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং এখন থেকে স্বামী -স্ত্রী ৷ নিজেদের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে ছবি দিয়ে ভক্তকুলকে খুশি করে দিয়েছেন দীপ-বীর ৷ Photo- Instagram
advertisement
2/8
এক বছর আগেই তাঁর বিয়েই ছিল দেশের শিরোনাম -সেই অনুষ্কা শর্মা শুভেচ্ছা জানিয়েছেনম নব দম্পতিকে ৷ নিজেদের ক্লাবে স্বাগতও জানিয়েছেন তাঁর এক সময়ের হিট অনস্ক্রিন পার্টনার রণবীরকে ৷ Photo- Instagram
advertisement
3/8
বলিউডের অন্যতম চর্চিত প্রযোজক -পরিচালক করণ জোহরের পক্ষ থেকেও নব দম্পতিকে শুভেচ্ছা জানানো হয়েছে ৷ Photo- Instagram
advertisement
4/8
শুভেচ্ছা জানিয়েছেন পরিণীতি চোপড়াও ৷ Photo- Instagram
advertisement
5/8
আর কয়েক দিনের অপেক্ষা তার পরে তিনিও যাচ্ছেন ছাদনাতলায় ৷ দীপ-বীরের বাজিরাও মস্তানি-র অন্যতম নায়িকা প্রিয়ঙ্কা চোপড়ার মন্তব্য ছবি থেকে নজর ফেরানো যাচ্ছে না ৷ Photo- Instagram
advertisement
6/8
দীপিকা -রণবীর জমানার একটু আগে বলিউডের ডিভা মাধুরী দীক্ষিত জানিয়েছেন শুভেচ্ছা ৷ Photo- Instagram
advertisement
7/8
একসময়ে কথা ছিল না দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের কারণ রণবীর কাপুর ৷ তিনি তখন রণবীরের প্রেজেন্ট ছিলেন আর দীপিকা এক্স ৷ কিন্তু আজ রণবীরের জীবনে থেকে বাদ ক্যাটরিনা ৷ তাই আর বিবাদের কোনোও কারণও নেই ৷ শুভেচ্ছা জানিয়েছেন তিনিও ৷ Photo- Instagram
advertisement
8/8
তবে দীপিকার প্রাক্তন বয়ফ্রেন্ড রণবীর কাপুর দীপবীরের বিয়ের ছবি পোস্টের ঘন্টা তিনেকের মধ্যেও জানাতে পারেননি শুভেচ্ছা ৷ হয়ত ব্যস্ত ! Photo- Instagram