Bankura News: কেউ মানসিক বিকারগ্রস্ত, কেউ আবার বিশেষভাবে সক্ষম! বঞ্চিত বৃদ্ধ বৃদ্ধাদের ঠিকানা এই বৃদ্ধাবাস
- Reported by:NILANJAN BANERJEE
- hyperlocal
Last Updated:
বাঁকুড়া বেড়াতে এলে অবশ্যই ঘুরে দেখুন এই বৃদ্ধাবাস। কেটে যাবে আপনার ব্যস্ততা এবং একাকীত্ব।
advertisement
1/6

বাঁকুড়ার হুদা ব্লকের রামসাগরের অমর সেবা সংঘ। বাস করেন একাধিক বৃদ্ধ বৃদ্ধা।
advertisement
2/6
কেউ মানসিক বিকারগ্রস্ত, কেউ বিশেষভাবে সক্ষম। স্বল্প ফান্ডের উপর ভিত্তি করেই এগিয়ে চলেছে এই বৃদ্ধাবাস।
advertisement
3/6
তিন বেলা আহার, স্বহৃদয় ব্যাক্তিদের শুভকামনায় অগ্রসর বৃদ্ধাবাস।
advertisement
4/6
স্ব-ইচ্ছায় সর্বহারা বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গে জন্মদিন কিংবা বিশেষ দিন পালন করতে আসেন বহু মানুষ।
advertisement
5/6
হয় মন খুলে গল্প, সামান্য খুনসুটি। নিজেদের পাওয়া না পাওয়া ভুলে যান আবাসিকরা।
advertisement
6/6
যদি বাঁকুড়া জেলার ওন্দা আসেন তাহলে এই মানুষগুলোর সঙ্গে কাটিয়ে যান কিছু সময়।