Chandra Grahan 2021|Lunar Eclipse 2021: বদলে দেবে জীবন! ৫০০ বছর পরে আংশিক চন্দ্রগ্রহণ শুরু কিছুক্ষণের মধ্যে, এই রাশির জাতক-জাতিকাদের উপরে পড়বে কু-প্রভাব
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Chandra Grahan 2021|Lunar Eclipse 2021|Zodiac Sign|Life Style|Astro Forecast|Astro Prediction: এই রাশির জাতক-জাতিকারা সাবধানে থাকুন
advertisement
1/8

৫০০ বছর পরে চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2021) স্বভাবত ভাবেই এই চন্দ্রগহণ বেশ আকর্ষণের প্রতিটি মানুষের কাছেই ৷ সাক্ষী থাকবেন গোটা পৃথিবীর মানুষ ৷ ১৯ নভেম্বর ২০২১ অর্থাৎ আজ বেলা ১২.৪৮ মিনিটে শুরু হবে এই চন্দ্রগ্রহণ ছাড়বে বিকেল ৪.১৭ মিনিটে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/8
বিভিন্ন রাশির জাতক জাতিকাদের উপরে বিশাল পরিব্রতন আনতে চলেছে এই চন্দ্রগ্রহণ ৷ চন্দ্রগ্রহণের (Lunar Eclipse 2021) সময়ে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এই রাশির জাতক জাতিকাদের জীবন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/8
মেষ (Aries): খরচের উপরে নজর দিন ৷ সময়ে সঠিক সিদ্ধান্ত নিন ৷ সুযোগ আসবে শুধু সেই সুযোগকে কাজে লাগাতে হবে ৷ আয়ের দিকে নজর দিন ৷ ভয় পাওয়ার দরকার নেই ৷ সাহস রাখুন মিটবে সমস্যা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/8
বৃষ (Taurus): এই রাশির উপরে শীতকাল বিশেষ ভাবে প্রভাব ফেলবে ৷ এই রাশির জাতক-জাতিকা সব থেকে বেশি আরামের উপরে নির্ভর করে থাকেন ৷ তাই শীতকাল এই রাশির জাতক-জাতিকাদের সান্ত থাকতে বিশেষ ভাবে সহায়তা করবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/8
কর্কট (Cancer): বাড়িতে থেকেই প্রিয় পানীয়তে সুখের চুমুক সঙ্গে সঙ্গে প্রিয় সিরিজ বা ক্রিসমাসের বিশেষ এর থেকে ভাল আর কিছুই হতে পারেনা ৷ প্রিয় জনের সঙ্গে দারুণ সময় কাটানো হতেই মিলবে সুখ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/8
কন্যা (Virgo): শীতের সময় দারুণ ভাবে উপভোগ করেন ৷ বাইরে অযথা বেরনোর থেকে বাড়িতে বসেই মিলেমিশে থাকলে সম্পর্কের টান অনুভব করা যায় অত্যন্ত ভালভাবেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/8
বৃশ্চিক (Scorpio): সঙ্গীর সঙ্গে শীতের মরশুম জমিয়ে দিন ৷ সন্ধেবেলায় প্রিয়জনের সঙ্গে দেখা করে জমিয়ে দিন আসর ৷ হাসি, মজা, আর আনন্দই হয়ে উঠুক জীবন কাটানোর অন্যতম রসদে ৷ পরস্পরের সঙ্গে শীতের মরশুমে গড়ে তুলুন নতুন জীবন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/8
মকর (Capricorn): শীতের সময়েই জীবন ভরে উঠুক অন্য সমস্ত চিন্তা ভাবনায় ৷ বাড়িতেথাকুন, সুস্থ থাকুন, বিগত বছরের দিনগুলির সঙ্গে সঙ্গে বর্তমান সময়ের তুলনা করে আরো ভাল জীবন গড়ে তুলুন ৷ উন্নতির জন্য বুদ্ধির সঙ্গে এই মরশুম অতিবাহিত করুন ৷ যাতে জীবন আরও সুন্দর হয়ে ওঠে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Chandra Grahan 2021|Lunar Eclipse 2021: বদলে দেবে জীবন! ৫০০ বছর পরে আংশিক চন্দ্রগ্রহণ শুরু কিছুক্ষণের মধ্যে, এই রাশির জাতক-জাতিকাদের উপরে পড়বে কু-প্রভাব