TRENDING:

Zodiac Signs: বিয়ে নিয়ে ভীতি থাকে এই ৪ রাশির! সম্পর্কের প্রতিশ্রুতিতে যেতে চান না সহজে, কেন জানেন?

Last Updated:
Zodiac Signs: বিয়ে নিয়ে এই সমস্ত মানুষের মনে অনেক আশঙ্কা থাকে। কিন্তু কেন? এর পেছনেও কি কাজ করে ওই ব্যক্তির রাশিচক্র?
advertisement
1/7
বিয়ে নিয়ে ভীতি থাকে এই ৪ রাশির! সম্পর্কে প্রতিশ্রুতিতে যেতে চান না সহজে, কেন?
বিয়ে হল সামাজিক সেই সম্পর্ক যা দুটি মানুষকে অনেকদূর নিয়ে যায় তাঁদের যাত্রাপথে। যা রক্তের সম্পর্কের বাইরে গিয়েও আপনজন করে তোলে দুটি ভিন্ন পরিবারের মানুষকে। কিছু মানুষ আছেন যারা বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেন। অপরদিকে এমন কিছু মানুষ আছেন যারা বিয়ে নিয়ে রয়েছে অনেক সংশয়। এমনকি বিবাহ ধারণাটিতেই ভীতি আছে তাঁদের।
advertisement
2/7
বিয়ে নিয়ে এই সমস্ত মানুষের মনে অনেক আশঙ্কা থাকে। কিন্তু কেন? এর পেছনেও কী কাজ করে ওই ব্যক্তির রাশিচক্র? জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে এমন কয়েকটি রাশির জাতক জাতিকা রয়েছেন যাঁরা বিয়েতে বা সম্পর্কে যেতে চান না সহজে। মনের মধ্যে বিবাহিত জীবন ও সম্পর্ক নিয়ে অত্যন্ত উচ্চ আশা পোষণ করেন তাঁরা। আর তাতেই ক্রমশ পিছিয়ে যান বিয়ের মতো সুন্দর সম্পর্কে আবদ্ধ হওয়ার পথ থেকে।
advertisement
3/7
বিয়ে নিয়ে এই সমস্ত মানুষের মনে অনেক আশঙ্কা থাকে। শুধু তাই নয়, একই ব্যক্তির সঙ্গে তাঁরা জীবন কাটাতে খুব একটা আগ্রহী থাকেন না। জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, গ্রহ এবং নক্ষত্রের অবস্থানের উপর নির্ভর করে বিয়ে হয়। কেউ অনিচ্ছা সত্ত্বেও তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন। আবার কারও বিয়েতে অনেক সময় লাগে। ৪ টি রাশি রয়েছে, যারা বিয়ে নিয়ে খুব একটা আগ্রহী থাকেন না। উল্টে বিয়ের নাম শুনলেই আতঙ্কিত হয়ে পড়েন। জেনে নিন কোন রাশি আছে সেই তালিকায়।
advertisement
4/7
*  কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23) সাধারণত পারফেকশনিস্ট হন কন্যা রাশির জাতক জাতিকারা। বিয়ের ক্ষেত্রেও একই মনোভাব বিরাজ করে এই রাশির মানুষদের। তাদের সঙ্গীর কাছ অনেক প্রত্যাশা থাকে। সেইসঙ্গে সঙ্গী প্রতিটি প্রত্যাশা পূরণ করতে চান তারা। এ কারণে দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন না কন্যা রাশি। মন মতো জীবনসঙ্গী না পাওয়ার ভীতি, মনে সব সময় থাকে তাদের।
advertisement
5/7
বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22) এই রাশির জাতক-জাতিকারা তাদের মনের কথা অন্যের কাছে সহজে প্রকাশ করতে পারেন না। কাউকে ভালোবাসলেও, সেই প্রকাশ করতে অনেক সময় লাগে। যার কারণে সামনের মানুষটি তাদের অনুভূতির কথা সহজে জানতে পারেন না। এই স্বভাবের কারণে তারা দ্রুত সম্পর্কে জড়াতে পারে না। তাদের সঙ্গী খুঁজে পেতে দীর্ঘ সময় লাগে। তাই বিয়ে নিয়েও মনে একটা ভয় কাজ করে তাদের।
advertisement
6/7
ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21) ধনু রাশির জাতকদের স্বাধীন থাকা খুব পছন্দের। তারা নিজের মতো করে সবকিছু করতে পছন্দ করেন। জীবনে কারও হস্তক্ষেপ, ধনুর একেবারে বা পসন্দ। যার ফলে, তারা গাঁটছড়া বাঁধতে ভয় পায়। সাধারণত তাদের বিয়ে বিলম্বিত হওয়ার সম্ভাবনা থাকে।
advertisement
7/7
* মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-March 20) মীন রাশির জাতক জাতিকারা সহজে কারও সঙ্গে মিশতে পারেন না। যার কারণে তাদের জীবনসঙ্গী বেছে নিতে অনেক সময় লাগে। এই কারণে বিয়ে নিয়ে তাদের মারাত্মক ভীতি আছে। তবে যার সঙ্গে একবার হৃদয় সংযুক্ত হয়, তাকে খুশি রাখার সর্বাত্মক চেষ্টা করেন তারা। জানেন আপনার নিকট জন এই রাশির কিনা? কিংবা আপনার মনের মধ্যেও এমন সংশয়ের পেছনে হয়তো আপনার রাশি দায়ী।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Zodiac Signs: বিয়ে নিয়ে ভীতি থাকে এই ৪ রাশির! সম্পর্কের প্রতিশ্রুতিতে যেতে চান না সহজে, কেন জানেন?
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল