আর মাত্র কিছুক্ষণ...! তারপরেই শুরু 'অমাবস্যা' তিথি, সেরা সময় কিন্তু মাত্র কয়েক ঘণ্টা... তখনই করুন 'উপাসনা'
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
কালীপুজো এবং দীপাবলি একই দিনে পড়েছে। কালীর আরাধনা এবং লক্ষ্মী বা লক্ষ্মী গণেশের আরাধনা একই দিনে হবে।
advertisement
1/6

আজ কালীপুজো। দেশের নানা প্রান্তে সাড়ম্বরে পালিত হচ্ছে এই পুজো।
advertisement
2/6
বিশুদ্ধ পঞ্জিকা মতে ২০ অক্টোবর দুপুর ৩টে ৪৫ মিনিটে অমাবস্যা তিথি শুরু হচ্ছে। শেষ হবে ২১ অক্টোবর বিকেল ৫টা ৫৪ মিনিটে।
advertisement
3/6
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ২০ অক্টোবর দুপুর ২টো ৫৭ মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে, শেষ হচ্ছে ২১ অক্টোবর বিকেল ৪টে ২৬ মিনিটে।
advertisement
4/6
কালীপুজোর সেরা সময় হল ২০ অক্টোবর রাত ১১টা ৪১ মিনিট থেকে ২১ অক্টোবর রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত।
advertisement
5/6
২০ অক্টোবর দিবাগত রাতেই অমাবস্যা তিথি মধ্যরাত্রিকে স্পর্শ করছে, তাই ২০ অক্টোবর রাতেই পূজিত হবেন মা কালী।
advertisement
6/6
অমাবস্যা যে দিন প্রদোষকাল পায় সেই সময়ই দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়। অর্থাৎ এই পুজোও ২০ অক্টোবর সন্ধ্যায় হবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
আর মাত্র কিছুক্ষণ...! তারপরেই শুরু 'অমাবস্যা' তিথি, সেরা সময় কিন্তু মাত্র কয়েক ঘণ্টা... তখনই করুন 'উপাসনা'