Viswakarma Puja 2024 Astrological Tips: বিশ্বকর্মাপুজোর দিন একটি ঘুড়ি রাখুন এই বিশেষ জায়গায়, আর্থিক মন্দা কেটে আসবে টাকার স্রোত
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Viswakarma Puja 2024 Astrological Tips:এই দিন সহজ চারটি টোটকা ফিরিয়ে দিতে পারে আপনার ভাগ্য। তাই বাড়িতে তাঁর পুজো হলে সব বাস্তু দোষ কেটে যায় বলে বিশ্বাস।
advertisement
1/5

বিশ্বকর্মা পুজো মানেই উৎসবের শুরু। কিন্তু এই দিন সহজ চারটি টোটকা ফিরিয়ে দিতে পারে আপনার ভাগ্য। জানিয়েছেন জ্যোতিষ পন্ডিত পরান আচার্য্য।
advertisement
2/5
তিনি বলছেন, পুজোর দিন অবশ্যই দেবশিল্পীর হাতে একটা ঘুড়ি দেওয়া উচিত। তারপর পুজো শেষে যত্ন সহকারে সেই ঘুড়ি ব্যবসার স্থানে রেখে দিতে হয়। তাহলে ব্যবসায় গতি আসবে। মন্দা কেটে হবে লাভ।
advertisement
3/5
এই জ্যোতিষীর কথায়, বাড়িতে বিশ্বকর্মার অবশ্যই পুজো করা উচিত। কারণ সনাতন ধর্মে বিশ্বাস করা হয় তিনি পৃথিবীর প্রথম স্থপতি। তাই বাড়িতে তার পুজো হলে সব বাস্তু দোষ কেটে যায়।
advertisement
4/5
পরানবাবু জানিয়েছেন, এদিন আপনার বাইক, গাড়ি পরিষ্কার করে অবশ্যই পুজো করান। বিশ্বকর্মার নাম স্মরণ করে তাতে ফুল দিন। এরপর গাড়ি বা বাইকের সামনের ও পিছনের চাকায় দুটি লেবু রেখে গাড়িটি একবার চালিয়ে নিন। দেবশিল্পীর কৃপায় দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন।
advertisement
5/5
এই জ্যোতিষী জানিয়েছেন, বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই স্নান করার আগে জলে কালো তিল মিশিয়ে নিন। স্নান সেরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করুন। এমনটা করলে পিতৃ দোষ থেকে মুক্তি পাওয়া যায়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Viswakarma Puja 2024 Astrological Tips: বিশ্বকর্মাপুজোর দিন একটি ঘুড়ি রাখুন এই বিশেষ জায়গায়, আর্থিক মন্দা কেটে আসবে টাকার স্রোত