খবরদার..! সর্বস্বান্ত হয়ে পথে বসতে হতে পারে! স্নানের ঠিক পরেই 'এই' ৮ কাজ ভুলেও না
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Vastu Tips: তছনছ হবে সব! ঘটতে পারে চরম অঘটন! বাথরুম থেকে আসা অশুভ শক্তি আমাদের আর্থিক দুরবস্থার কারণ হতে পারে। জেনে নিন রোজ সকালে স্নানের পর বাথরুমে কোন কাজগুলি করে আপনি আপনার দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানাচ্ছেন।
advertisement
1/10

বাথরুম। বাড়ির এই একটি স্থানের সাজ-গোজ বা বাস্তু নিয়ে আমরা কখনওই খুব গভীরভাবে ভাবি না। গোটা বাড়ির বাকি সব ঘরগুলি, এমনকি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেও বাথরুমকে পরিপাটি রাখার কথা আমরা অনেকেই ভাবি না।
advertisement
2/10
কিন্তু জানেন কি বাস্তু বলে, এর ফলে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবাহিত হয়? বাথরুম থেকে আসা অশুভ শক্তি আমাদের আর্থিক দুরবস্থার কারণ হতে পারে। জেনে নিন রোজ সকালে স্নানের পর বাথরুমে কোন কাজগুলি করে আপনি আপনার দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানাচ্ছেন।
advertisement
3/10
বালতিতে জল রেখে দেওয়া: স্নানের পর বালতিতে অবশিষ্ট জল ফেলে রেখে দেবেন না। কারণ একজনের স্নানের পর রেখে দেওয়া জলে আরেকজন স্নান করলে এর ফলে তৈরি হওয়া নেগেটিভ এনার্জি দুই জনকেই নেগেটিভ এনার্জিতে প্রভাবিত করতে পারে।
advertisement
4/10
খালি বালতি রাখা কাম্য নয় : স্নান শেষে পরিষ্কার জলে বালতি আবার ভর্তি করে রাখুন। বালতি আবার জলে ভর্তি করতে না চাইলে বালতি উল্টো করে রেখে দিন। স্নানের পর খালি বালতি বাথরুমে রেখেও বেরোবেন না। বাস্তু অনুসারে বাথরুমে খালি বালতি রাখা অত্যন্ত অশুভ। এর ফলে আপনার বাস্তু দোষ কেটে যাবে।
advertisement
5/10
ভেজা চুলে সিঁদুর পরবেন না : স্নানের ঠিক পরেই সিঁদুর পরা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এর ফলে স্বামীর ক্ষতি হতে পারে। মনেও খারাপ চিন্তা বাসা বাধে। স্নানের পর চুল ভেজা থাকলে তখনই সিঁদুর পরবেন না বিবাহিত মহিলারা।
advertisement
6/10
ধারালো অস্ত্র ব্যবহার : স্নানের ঠিক পরেই কোনও ধারালো বস্তু ব্যবহার করবেন না। নখ কাটার প্রয়েজন হলে আগে নখ কেটে নিয়ে তারপর স্নান সারুন।
advertisement
7/10
অগ্নি সংযোগ : স্নান করে বেরিয়েই আগুনের কাছে যাবেন না। স্নানের পরেই রান্নাঘরে যাওয়ার প্রয়োজন হলে আগে মুখ একটু খাবার দিয়ে তারপর রান্নাঘরে যান।
advertisement
8/10
মেক আপ ব্যবস্থারে এই ত্রুটি নয়: স্নানের ঠিক পরেই মুখে মেকআপ লাগাবেন না। চুল ভেজা থাকাকালীন মেকআপ লাগানো অশুভ বলে মনে করা হয়। এর ফলে খুব সহজেই অশুভ শক্তি ছড়িয়ে পড়ে।
advertisement
9/10
* স্নানের পর ভেজা বাথরুম: স্নান করে উঠে বাথরুমের সব জিনিসপত্র এলোমেলো ও নোংরা করে রাখবেন না। এর ফলে সংসারে আর্থিক অনটন দেখা দিতে পারে। স্নানের পর বাথরুম পরিস্কার ভাবে গুছিয়ে ও শুকনো করে তবেই বেরোন। না হলে আপনার জীবনে অশুভ প্রভাব পড়ে রাহু, কেতু ও শনির।
advertisement
10/10
জামাকাপড় ছেড়ে রেখে আসবেন না : স্নানের পরেই সঙ্গে সঙ্গে নিজের জামাকাপড় ধুয়ে কেচে নিন। না হলে এর অশুভ প্রভাবে আপনার সম্মান হানি হতে পারে। আর্থিক ক্ষতি ও নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। স্নানের পর ছাড়া জামাকাপড় পরে কাচবেন বলে বাথরুমে ফেলে রেখে চলে আসবেন না। বাস্তু অনুসারে এর ফলে আপনার জন্মছকে সূর্য দুর্বল হতে পারে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
খবরদার..! সর্বস্বান্ত হয়ে পথে বসতে হতে পারে! স্নানের ঠিক পরেই 'এই' ৮ কাজ ভুলেও না