Valentine's Day Lucky Zodiac Signs: আসছে ভ্যালেন্টাইন্টস ডে! কোন ৪ রাশির জাতক জাতিকা ভাসবেন প্রেমের জোয়ারে? কাদের জীবনে আসবে নতুন সম্পর্ক? আপনি আছেন কি তালিকায়, জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Valentine's Day Lucky Zodiac Signs: জানেন কি জ্যোতিষ মতে এ বছর কোন কোন রাশির জীবনে আসবে নতুন প্রেম, নতুন মনের মানুষ।
advertisement
1/11

সামনেই ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। বসন্ত সমাগমে প্রেমের উদযাপনে মেতে উঠবেন প্রণয় প্রণয়ীরা। জানেন কি জ্যোতিষ মতে এ বছর কোন কোন রাশির জীবনে আসবে নতুন প্রেম, নতুন মনের মানুষ।
advertisement
2/11
জ্যোতিষীদের মতে এ বছর বৃষরাশির সপ্তম ঘরে বৃহস্পতিবার প্রভাব থাকবে। তাই রোমান্টিক সম্পর্ক নতুন করে আসবে। যাঁরা সিঙ্গল, তাঁদের জীবনে নতুন কেউ আসবেন।
advertisement
3/11
বৃষরাশির সিঙ্গল জাতক জাতিকারা মনের দরজা খুলে রাখুন। ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে থাকলে আরও গভীরতা অনুভব করবেন। মসৃণ প্রেমজীবন কাটবে এ বছর। বজায় থাকবে ভারসাম্য এবং পূর্ণতা।
advertisement
4/11
কর্কটরাশির সিঙ্গল জাতক জাতিকারা নতুন মনের মানুষ খুঁজে পাবেন। এ বছর প্রেমের যোগ তাঁদের অত্যন্ত বেশি। বৃহস্পতির আশীর্বাদে তাঁদের জীবনে নতুন প্রণয় আসবে। তবে বেরতে হবে নিজের কমফোর্ট জোন থেকে।
advertisement
5/11
কর্কট রাশির জাতক জাতিকারা যাঁরা প্রেমের সম্পর্কে আছেন, তাঁরা সঙ্গী বা সঙ্গিনীর দিকে আরও মন দিন। তাঁর স্বপ্নে শামিল হোন। দু’জনে একসঙ্গে স্বপ্ন সত্যি করুন। মনের কথা প্রকাশ করতে দ্বিধা করবেন না।
advertisement
6/11
বৃশ্চিক রাশির সিঙ্গল জাতক জাতিকারা প্রেমের জীবনে রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য তৈরি থাকুন৷ যাঁরা কমিটেড তাঁরা প্রেমে আরও গভীরে যেতে পারেন৷
advertisement
7/11
মকররাশির জাতক জাতিকারা প্রেমের জোয়ারে ভেসে যাওয়ার জন্য তৈরি থাকুন৷ নতুন পথে যেতে দ্বিধা করবেন না৷ সুসময়কে স্বাগত জানান৷
advertisement
8/11
মকররাশিতে যাঁরা কারওর প্রতি নিবেদিতপ্রাণ, তাঁরা আরও সৃজনশীল হয়ে উঠুন৷ সম্পর্কে রোমাঞ্চ আনুন৷ প্যাশন ভুলে যাবেন না৷
advertisement
9/11
মীন রাশির জাতক জাতিকারা প্রেমের পথে বিশেষ ভাগ্যবান৷ নতুন সম্পর্কের জন্য প্রস্তুত থাকুন৷ অনলাইনেও আলাপ হতে পারে নতুন প্রণয়ীর সঙ্গে৷ নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলুন৷
advertisement
10/11
সম্পর্কে থাকা মীন রাশির জাতক জাতিকারা দীর্ঘস্থায়ী সম্পর্কের আমেজ উপভোগ করতে পারবেন৷ তাঁদের প্রেমের পথ মসৃণ থাকবে৷
advertisement
11/11
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Valentine's Day Lucky Zodiac Signs: আসছে ভ্যালেন্টাইন্টস ডে! কোন ৪ রাশির জাতক জাতিকা ভাসবেন প্রেমের জোয়ারে? কাদের জীবনে আসবে নতুন সম্পর্ক? আপনি আছেন কি তালিকায়, জানুন