Mahalaya Suryagrahan Vastu Eating Tips: রাত পোহালেই মহালয়ায় সূর্যগ্রহণ! ভুলেও দাঁতে কাটবেন না এই ৫ খাবার! অভাব রোগ ব্যাধিতে জীবন হবে ছিন্নভিন্ন! সুখ চুরমার!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Mahalaya Suryagrahan Vastu Eating Tips: জ্যোতিষ বিশারদরা মনে করেন, সূর্যগ্রহণ দৃশ্য না হলেও কিছু নিয়ম পালন করতে হয়৷ অনুসরণ করতে হয় আহারবিধি৷ মহালয়ায় পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ না করলেও কিছু নির্দিষ্ট খাবার এড়িয়ে চলুন৷
advertisement
1/10

একে আশ্বিন অমাবস্যায় মহালয়া৷ অন্যদিকে সূর্যের খণ্ডগ্রাস৷ ফলে ২১ সেপ্টেম্বর, রবিবার দিনটার গুরুত্ব ও মাহাত্ম্য জ্যোতিষশাস্ত্রে বেড়ে গিয়েছে বহু গুণে৷
advertisement
2/10
এ বছরের শেষ সূর্যগ্রহণ হবে মহালয়ায়৷ তবে ভারত থেকে এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে না৷ তাই সূতককাল প্রযোজ্য নয়৷
advertisement
3/10
কিন্তু জ্যোতিষ বিশারদরা মনে করেন, সূর্যগ্রহণ দৃশ্য না হলেও কিছু নিয়ম পালন করতে হয়৷ অনুসরণ করতে হয় আহারবিধি৷ মহালয়ায় পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ না করলেও কিছু নির্দিষ্ট খাবার এড়িয়ে চলুন৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
advertisement
4/10
শনিবার রাত ১২.২৩ মিনিটে শুরু হচ্ছে আশ্বিনের অমাবস্যা৷ থাকবে রবিবার রাত ১২.৫৩ পর্যন্ত৷ উদয় তিথি অনুসারে রবিবারই পালিত হবে অমাবস্যা তথা মহালয়ার রীতি নীতি৷
advertisement
5/10
অমাবস্যা তথা সূর্যগ্রহণের জন্য পালনীয় কিছু আচার আছে৷ রয়েছে আহারবিধি৷ মূলত স্বাস্থ্যের কথা ভেবেই এই বিধি তৈরি করা হয়৷ পরবর্তীতে এর সঙ্গে মিশেছে জ্যোতিষ অনুষঙ্গ৷
advertisement
6/10
সূর্যগ্রহণের দিন আমিষ আহার গ্রহণ করবেন না৷ চেষ্টা করুন নিরামিষ সাত্তিক আহার গ্রহণ করতে৷
advertisement
7/10
রাজসিক এবং তামসিক খাবার যেমন পেঁয়াজ, রসুন, মাসকলাই এই তিথিতে এড়িয়ে চলুন৷
advertisement
8/10
উচ্ছে, করলা, নিম-সহ কোনও তিতো জাতীয় খাবার এই দিনে খাবেন না৷
advertisement
9/10
প্রচলিত রীতি অনুযায়ী আশ্বিন মাসে দুধ খাওয়া অনুচিত৷ কারণ এতে হজমের সমস্যা হয় বলে ধারণা বিশেষজ্ঞদের৷ মহালয়া তথা সূর্যগ্রহণেও এড়িয়ে চলুন দুধ ও দুগ্ধজাত খাবার৷
advertisement
10/10
রুটি, ভর্তা-সহ কোনও পোড়া খাবার মহালয়ায় খাবেন না৷ এই বিশেষ দিনে দূরে থাকুন নেশাজাতীয় জিনিস থেকেও৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Mahalaya Suryagrahan Vastu Eating Tips: রাত পোহালেই মহালয়ায় সূর্যগ্রহণ! ভুলেও দাঁতে কাটবেন না এই ৫ খাবার! অভাব রোগ ব্যাধিতে জীবন হবে ছিন্নভিন্ন! সুখ চুরমার!