TRENDING:

Surya Gochar 2023: হাতে গোনা দুটো দিন তারপরেই সূর্যগোচরে চার রাশির মেগা লাভ, ভাগ্য খেলবে তুমুল খেলা

Last Updated:
Surya Gochar 2023: এই বারের সূর্য গোচরের ফলে চার রাশির জাতক-জাতিকার জীবনে আসবে বড়সড় লাভের পরিস্থিতি৷
advertisement
1/9
হাতে গোনা দুটো দিন তারপরেই সূর্যগোচরে চার রাশির মেগা লাভ, ভাগ্য খেলবে তুমুল খেলা
বৈদিক জ্যোতিষ অনুসারে বিভিন্ন গ্রহ-নক্ষত্রের গোচরে জীবনে নানা ধরণের পরিবর্তন আসে৷ এই  পরিবর্তনে রাশির জাতক-জাতিকার ভাগ্যেও প্রবল বদল আসে৷ এই পরিস্থিতিতে  ফের একবার নিজের অবস্থান বদল করছেন সূর্যদেব৷
advertisement
2/9
সূর্য কবে বদলাবে চাল?সূর্য প্রতি মাসে নিজের চাল বদল করে৷ ৩০ দিনের মধ্যে সূর্যদেব এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে৷
advertisement
3/9
১৬ ডিসেম্বর সূর্যদেব ফের রাশি পরিবর্তন করবে৷ যার প্রভাব ১২ টি রাশিতেই পড়বে৷ যা কিছু রাশির জন্য শুভ ফল নিয়ে আসবে, আর কিছু রাশির জন্য অশুভ পরিণাম দেবে৷  তবে এই বারের সূর্য গোচরের ফলে চার রাশির জাতক-জাতিকার জীবনে আসবে বড়সড় লাভের পরিস্থিতি৷
advertisement
4/9
ধনু রাশিসূর্যের গোচর ধনু রাশির জন্য লাভদায়ক হবে৷ এই রাশির জাতক-জাতিকার জীবনে বিদেশ যাত্রার সুযোগ রয়েছে৷  আসতে পারে আরও দারুণ পরিস্থিতি৷  বৈবাহিক জীবনে রোমান্স তৈরি হবে৷
advertisement
5/9
বাণিজ্যিক ক্ষেত্রেও বড়সড় উন্নতির যোগ তৈরি হয়েছে৷ আর্থিক শুভ যোগ তৈরি হচ্ছে৷ এদিকে পড়ুয়াদের জন্য এই সময়টা বড়ই শুভ হতে চলেছে৷
advertisement
6/9
মিথুন রাশিসূর্যর রাশি পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতক-জাতিকারা সুবিধা পাবেন৷ সূর্যের রশ্মির মতোই তাঁদের এই সময়টা জ্যোতিতে ভরে যাবে৷ সমাজে এই রাশির জাতক-জাতিকাদের প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে৷ তবে এই সময়ে খরচের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে৷
advertisement
7/9
শরীর ভাল রাখতে স্বাস্থ্যকর খাবার খান৷ চাকুরিজীবীদের জন্য এই সময়টা ভাল হবে৷ কোনও ভাল সুযোগ পেতে পারেন৷
advertisement
8/9
মীন রাশিমীন রাশির জাতক-জাতিকারাও সূর্যের এই গোচর থেকে ভালই লাভবান হবেন৷ কাজের জায়গায় সম্মান বৃদ্ধি পাবে৷ প্শাপাশি প্রমোশনের সুযোগও পেতে পারেন৷ নিজের স্বাস্থ্যের খবর রাখুন৷
advertisement
9/9
কন্যা রাশিসূর্য গোচরের কারণে কন্যা রাশিতেও বড় লাভ বয়ে নিয়ে আসবে৷ এই গোচর আপনার জন্য নতুন স্রোত বয়ে আনবে৷ ব্যবসা ক্ষেত্রে ভাল পারফরম্যান্স হবে৷ কর্মক্ষেত্রেও বড় সাফল্য আসবে৷ পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য দেখা যেতে পারে৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Surya Gochar 2023: হাতে গোনা দুটো দিন তারপরেই সূর্যগোচরে চার রাশির মেগা লাভ, ভাগ্য খেলবে তুমুল খেলা
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল