Surya Gochar 2023: এপ্রিলেই রাশি পরিবর্তন করতে চলেছেন সূর্য, এই চার রাশির জীবনে শুরু হবে ধনসম্পদের বর্ষণ!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Surya Rashi Parivartan: বিশেষ করে ৪টি রাশির জাতক-জাতিকার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। কারণ ওই রাশির জাতক-জাতিকার ঘরে সম্পদের আগমন ঘটবে এবং তাঁদের স্বাস্থ্যও ভাল থাকবে। তাহলে জেনে নেওয়া যাক, এই সময়টা কোন কোন রাশির জন্য সৌভাগ্য বয়ে আনবে।
advertisement
1/6

বৈদিক শাস্ত্র মতে, সব কটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর গোচর করে থাকেন। সেই নিয়ম মেনেই সমস্ত গ্রহের অধিপতি সূর্য মেষ রাশিতে প্রবেশ করতে চলেছেন। আর সূর্যের এই গোচর সমস্ত রাশির জাতক-জাতিকার উপরেই প্রভাব ফেলতে চলেছে। তবে বিশেষ করে ৪টি রাশির জাতক-জাতিকার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। কারণ ওই রাশির জাতক-জাতিকার ঘরে সম্পদের আগমন ঘটবে এবং তাঁদের স্বাস্থ্যও ভাল থাকবে। তাহলে জেনে নেওয়া যাক, এই সময়টা কোন কোন রাশির জন্য সৌভাগ্য বয়ে আনবে।
advertisement
2/6
সূর্য গোচরের সময়কাল: আগামী ১৪ এপ্রিল, ২০২৩ তারিখে মঙ্গলের রাশি মেষে প্রবেশ করবেন সূর্য। সূর্যের গোচরের ফলে কোন কোন রাশি লাভবান হতে চলেছে?
advertisement
3/6
সিংহ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্য সূর্য গোচরের ফলে উজ্জ্বল হতে চলেছে। যে কাজই শুরু করবেন, তাতে তাঁরা সম্পূর্ণ সাফল্য পাবেন। কর্মজীবনে নতুন সুযোগ আসতে চলেছে। বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন। চাকরিতে বেতনবৃদ্ধির পাশাপাশি পদোন্নতির যোগও প্রবল। বাড়িতে শুভ কাজ যেতে পারে।
advertisement
4/6
মেষ রাশি: সূর্যের রাশি পরিবর্তনের কারণে এই রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে বড়সড় দায়িত্ব পেতে পারেন। এমনকী, আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে। যার কারণে তাঁদের অর্থনৈতিক অবস্থারও উন্নতি ঘটবে। এই সময়টায় বিদ্যমান দীর্ঘস্থায়ী রোগ থেকেও সেরে ওঠা সম্ভব হবে। পরিবারের সদস্যদের কাছ থেকেও সহযোগিতা মিলবে।
advertisement
5/6
বৃশ্চিক রাশি: সূর্যের গোচরের কারণে ব্যাপক আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। এঁদের আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। চাকরি অথবা ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা থাকবে। এই সময় ব্যবসারও প্রসার ঘটবে। পুরনো বন্ধুদের সঙ্গে আচমকা দেখা হতে পারে।
advertisement
6/6
মিথুন রাশি: সূর্যের গোচরের জেরে এই রাশির জাতক-জাতিকাদের আচমকা অর্থ লাভ হতে পারে। আবার কাউকে ধার দিয়ে থাকলে সেই টাকা ফেরত পাওয়ারও সম্ভাবনা প্রবল। কোনও সম্পত্তিতে বিনিয়োগ করার পরিকল্পনা থাকলে তা এই সময় করা যেতে পারে। ব্যবসায়ীদের মুনাফা আগের তুলনায় বৃদ্ধি পাবে। বিদেশ যাওয়ার সুযোগ হাতে আসতে পারে। ভাই-বোনের কাছ থেকে পূর্ণ সহযোগিতা মিলবে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Surya Gochar 2023: এপ্রিলেই রাশি পরিবর্তন করতে চলেছেন সূর্য, এই চার রাশির জীবনে শুরু হবে ধনসম্পদের বর্ষণ!