TRENDING:

Shani Vakri In Diwali 2025: ৫০০ বছর পর দুর্লভ সংযোগ! দীপাবলিতে বক্রী চালে চলবে শনি, টাকার মেঘ ভাঙা বৃষ্টিতে ভাসবে এই ৩ রাশি, পর পর জ্যাকপট

Last Updated:
Shani Vakri In Diwali 2025: শনির বক্রী চাল অর্থাৎ উল্টো চালও অত্যন্ত প্রভাবশালী। যখনই শনি বক্রী হয়, তখন তার গতি ধীর হয়ে যায় এবং এর প্রভাবে মানুষের জীবনে গভীর ভাবে পড়ে।
advertisement
1/5
৫০০ বছর পর দীপাবলিতে দুর্লভ সংযোগ! শনির বক্রি চালে বলে বলে ছক্কা হাঁকাবে ৩ রাশি
আগামী ২০ অক্টোবর সোমবার দেশজুড়ে পালিত হবে দীপাবলি উৎসব। পৌরাণিক মান্যতা অনুযায়ী, সেদিনই প্রভু শ্রীরাম ১৪ বছরের বনবাস শেষে অযোধ্যায় ফেরত এসেছিলেন। জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, এবার গ্রহ এবং নক্ষত্রের প্রেক্ষিতে দীপাবলি অত্যন্ত শুভ। আসলে ৫০০ বছর পর শনি দীপাবলিতে বক্রী হতে চলেছে। যা দুর্লভ সংযোগ মনে করা হচ্ছে।
advertisement
2/5
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি এও জানাচ্ছেন , শনি কর্মের দেবতা। সে প্রত্যেক ব্যক্তিকে কর্মের হিসেবেই ফলপ্রদান করে। শনির বক্রী চাল অর্থাৎ উল্টো চালও অত্যন্ত প্রভাবশালী। যখনই শনি বক্রী হয়, তখন তার গতি ধীর হয়ে যায় এবং এর প্রভাবে মানুষের জীবনে গভীর ভাবে পড়ে। বলা হয়, যখনই শনি বক্রী চালে চলে, তার প্রভাব সমস্ত রাশির উপরই কমবেশি পড়ে। প্রভাব দু'রকমই হয়, ইতিবাচক এবং নেতিবাচক। শনির এই বক্রী চালের ফলে কোন কোন রাশি লাভবান হতে চলেছেন?
advertisement
3/5
মিথুন: মিথুন রাশির জাতকদের জন্য শনির এই বক্রী চাল কেরিয়ার এবং ব্যবসায় উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার সম্ভাবনা তৈরি করবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে এই সময়েই। চাকরিজীবীরা প্রোমশনের আশা করতে পারেন। ব্যবসায়ীদের লাভ হবে পার্টনারশিপে। নতুন বিনিয়োগে আর্থিক অবস্থাও মজবুত হবে। পরিবারে মান সম্মান বজায় থাকবে।
advertisement
4/5
মকর: মকর রাশির জাতকদের শনি বক্রীর ফলে শিক্ষা এবং কেরিয়ারে অত্যন্ত লাভ হবে। যে ছাত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তার জন্য এই সময়টা অত্যন্ত শুভ। নতুন চাকরির সুযোগ সামনে আসতে পারে। বিদেশ যাত্রারও শুভ সময় এটা। আর্থিক অবস্থাও আচমকাও ধনলাভের সুযোগ গড়ে দেবে। পরিবারে একাধিক সুখবর আসতে চলেছে।
advertisement
5/5
কুম্ভ: কুম্ভ শনির নিজস্ব রাশি। এ কারণে যখন শনি বক্রী চাল চালে এই রাশির জাতকরা বিশেষ ভাবে লাভবান হন। এই রাশির জাতকদের জীবনে দায়িত্ব বাড়বে। সঙ্গে সাফল্যও আসবে। কেরিয়ারে আচমকাই অগ্রগতি হবে। এই সময়টা বিনিয়োগের জন্যও এই রাশির জাতকদের কাছে খুব ভাল। সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে। পরিবারেও সুখ সমৃদ্ধি বজায় থাকবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Vakri In Diwali 2025: ৫০০ বছর পর দুর্লভ সংযোগ! দীপাবলিতে বক্রী চালে চলবে শনি, টাকার মেঘ ভাঙা বৃষ্টিতে ভাসবে এই ৩ রাশি, পর পর জ্যাকপট
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল