৩১ জানুয়ারি কুম্ভ রাশিতে অস্ত যাবে শনি, ভাগ্য ফিরবে এই ৪ রাশির, বিশাল অর্থ-প্রাপ্তির যোগ
- Published by:Rukmini Mazumder
Last Updated:
শনির এই গতি পরিবর্তনের কারণে সমস্ত রাশির জীবনেই গভীর প্রভাব পড়বে। জানুয়ারির শেষ দিনে শনি অস্ত যাওয়ার ফলে ভাগ্যের চাকা ঘুরে যাবে ৪ রাশির, রয়েছে বিশাল অর্থ লাভের যোগ। যেনে নিন কারা রয়েছেন সৌভাগ্যবানের তালিকায়--
advertisement
1/5

১৭ জানুয়ারি স্বরাশি কুম্ভে প্রবেশ করেছে শনি। ৩১ জানুয়ারি কুম্ভে অস্ত যাবে শনি, আবার ৫ মার্চ এই রাশিতেই উদয় হবে। শনির এই গতি পরিবর্তনের কারণে সমস্ত রাশির জীবনেই গভীর প্রভাব পড়বে। জানুয়ারির শেষ দিনে শনি অস্ত যাওয়ার ফলে ভাগ্যের চাকা ঘুরে যাবে ৪ রাশির, রয়েছে বিশাল অর্থ লাভের যোগ। যেনে নিন কারা রয়েছেন সৌভাগ্যবানের তালিকায়--
advertisement
2/5
মিথুন রাশি-- বিশাল অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। চাকরিতে পরিশ্রম হলেও ভাল পদোন্নতি হবে। ধর্মীয় কাজে বেশি আগ্রহী হবেন, তীর্থস্থান ভ্রমণও করতে পারেন।
advertisement
3/5
কন্যা রাশি-- হাতে প্রচুর পরিমাণ টাকা আসবে, অনেকটাই হঠাৎ করে। বাজারে যত ধার-দেনা ছিল, এই সময়ে মিটে যাবে। চাকরিতে সম্মান বাড়বে, বাড়বে রোজগারও। ব্যবসায় বিশাল লাভ করবেন। বিবাহযোগ্যদের এইসময় বিয়ের পাকা কথা হতে পারে। দাম্পত্য অশান্তি মিটবে
advertisement
4/5
মকর রাশির-- বিশাল অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। পারিবারিক অশান্তি মিটবে।
advertisement
5/5
মীন রাশি-- বিশাল সম্পত্তি লাভ হবে। হাতে আসবে প্রচুর টাকা। প্রচুর টাকা জমবেও। বয়স্ক জাতক জাতিকারা এই সময় তীর্থযাত্রায় যেতে পারেন। দেখবেন, এতদিন যে-যে সমস্যায় জেরবার ছিলেন, তা একে একে মিটে যাচ্ছে
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
৩১ জানুয়ারি কুম্ভ রাশিতে অস্ত যাবে শনি, ভাগ্য ফিরবে এই ৪ রাশির, বিশাল অর্থ-প্রাপ্তির যোগ