Sade Sati Bad Effects of Shani Dev: শনির বক্রচালে নাজেহাল পাঁচ রাশি! হওয়া কাজ হবেনা, সমস্যা ঘিরে ধরবে, প্রতিকারগুলি মহাদশার মহাচাপ কমানোর হিট টোটকা
- Published by:Arjun Neogi
Last Updated:
Sade Sati Bad Effects of Shani Dev: গত ১৭ জানুয়ারি শনিদেব নিজের ত্রিকোণ রাশি কুম্ভতে প্রবেশ করেছেন
advertisement
1/15

গত ১৭ জানুয়ারি গ্রহরাজ শনিদেব তাঁর প্রিয় ত্রিকোণ রাশি কুম্ভতে ৷ তার আগে ছিলেন মকর রাশিতে, মকর ও কুম্ভ শনির রাশি হিসাবে বিবেচিত ৷ মকর ও শনি রাশিতে বর্তমানে চলছে সাড়ে সাতি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/15
সাড়ে সাত বছর যে কোনও রাশির অত্যন্ত চাপে কাটতে পারে, বা সাড়ে তিন বছরও চাপ থাকতে পারে ৷ এদের যথাক্রমে ঢাইয়া ও সাড়ে সাতি বলা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/15
সাড়ে সাত বছরের এই কঠিন সময়কে সাড়ে সাতি বলা হয়, আড়াই বছর করে তিনটি পর্যায় থাকে এর ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/15
সাড়ে সাতির প্রথম পর্যায় আর্থিক ভাবে অত্যন্ত কষ্টকর পরিস্থিতি তৈরি হয় ৷ দ্বিতীয় পর্যায়ে শরীর স্বাস্থ্যের সমস্যা দেখা দেয় তাই খুব সাবধানে থাকতে হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/15
অপেক্ষাকৃত সহজ হয় সাড়ে সাতির তৃতীয় তথা শেষ পর্যায় ৷ এই পর্বে শনির কৃপা পেয়ে থাকেন জাতক-জাতিকারা ৷ ব্যক্তির দুঃখ কষ্ট দূর করার সঙ্গে সঙ্গে শুভ ফলও প্রদান করে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/15
একটি মানুষের জীবনে সাড়ে সাতি আসতে পারে চারবার ৷ সাড়ে সাতির কবলে পড়লে মুক্তি পেতে শনি মন্দিরে গিয়ে পুজো করলে ফল পাওয়া যাবে ৷ কুকুরকে রুটি বা শনি দেবতার সামনে তেল বিশেষত সরষের তেল দিলে ফল ভাল পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/15
পবনপুত্র হনুমানের উপাসনা করলেও সাড়ে সাতি থেকে মুক্তি পাওয়া যাবে ৷ পুরাণ মতে লঙ্কেশ রাবণ শনিদবকে আটকে রেখেছিলেন সেই সময়ে বজরঙ্গবলিই রক্ষা করেছিলেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/15
বজরঙ্গবলির ভক্তদের কোনও ভাবেই শনিদেব ক্ষতি করবেন না ৷ বিশেষ বরপ্রাপ্ত হনুমানের ভক্তরা ৷ হনুমানের মন্ত্র জপ করলে ও হনুমান চল্লিশা পাঠ করলে বিশেষ ভাবে ফল পাওয়া যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/15
একটি বিশেষ টোটকা আছে সেটি হল এক টাকার কয়েনে সরষের তেলের বিন্দু বিন্দু তৈরি করে কারোর সঙ্গে কথা না বলে শনি মন্দিরে রাখুন ৷ আটকে যাওয়া, থমকে যাওয়া কাজ এবার শুরু হবে ৷ অর্থনৈতিক পরিস্থিতিও মজবুত হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/15
শনিবার শনিদেবের পুজোর সঙ্গে সঙ্গে এক মুঠো কালো তিল জলে ভাসিয়ে দিলে দুঃখ, কষ্ট বিলুপ্ত হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/15
জীবনের বিভিন্ন কিছুতেই বাধা বিপত্তি আসছে ৷ ঘুম থেকে উঠে সমস্ত কাজড সেরে নিন, তারপরে একটি সরষের তেল রেখে তাতে মুখ দেখে কাউকে দান করুন ৷ গ্রহরাজ এতে সন্তুষ্ট হবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/15
শনিবার অশ্বত্থ গাছে জল দিন সন্ধেবেলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালুন সন্তুষ্ট হবেন সূর্যদেব ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/15
ঘোড়ার নালের আংটিও কমাতে পারে ঢাইয়া ও সাড়ে সাতির প্রকোপ ৷ হাতের মধ্যমা আঙুলে পড়ুন ফল পাবেন আচিরেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/15
যাঁদের মাথায় পবনপুত্র হনুমানের আশীর্বাদ থাকে শনিদেব তাঁদের উপরে বিশেষ ভাবে কৃপা করেন ৷ তাই শনি ও মঙ্গলবার বাঁদরদের ছোলা ও গুড় খাওয়ার বিশেষ উপকার পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/15
Disclaimer: উপরোক্ত তথ্যগুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য করেনা বা অনুরোধও করেনা নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করুন তার পরেই সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Sade Sati Bad Effects of Shani Dev: শনির বক্রচালে নাজেহাল পাঁচ রাশি! হওয়া কাজ হবেনা, সমস্যা ঘিরে ধরবে, প্রতিকারগুলি মহাদশার মহাচাপ কমানোর হিট টোটকা