TRENDING:

Radhashtami Vastu Eating Tips: রবিবার রাধাষ্টমী! ভুলেও খাবেন না এই ৩ শাক ও ২ সবজি! বিপর্যয়ের অন্ধকারে ছিন্নভিন্ন জীবন! অভিশাপে তছনছ স্বপ্ন!

Last Updated:
Radhashtami Vastu Eating Tips:যাঁরা ব্রতপালন করবেন তাঁরা তো নির্দিষ্ট আহারবিধি পালন করেনই৷ অন্যরাও আহারবিধি অনুসরণ করলে জীবনে পুণ্যফল লাভ করা যায়৷ জ্যোতিশাস্ত্র এবং আয়ুর্বেদের রীতি নীতি মেনে এই বিধি নির্মিত হয়৷ যাতে মরশুমি রোগব্যাধি স্পর্শ করতে না পারে৷
advertisement
1/7
রাধাষ্টমীতে খাবেন না এই ৩ শাক ও ২ সবজি! বিপর্যয়ে ছিন্নভিন্ন জীবন! অভিশাপে তছনছ স্বপ্ন!
বিবার প্রতি বছর ভাদ্রমাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী ব্রত৷ অর্থাৎ এই পুণ্যতিথিতে আবির্ভূত হন শ্রীরাধিকা৷ ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী ব্রত বা শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি৷
advertisement
2/7
দৃক সিদ্ধান্ত পঞ্জিকা মতে এ বছর রাধাষ্টমী শুরু হচ্ছে শনিবার, ৩০ অগাস্ট রাত ১০.৪৭ মিনিটে৷ এই তিথি থাকবে ৩১ অগাস্ট এবং ১ সেপ্টেম্বরের সন্ধিক্ষণে রাত ১২.৫৭ পর্যন্ত৷ উদয় তিথি অনুসারে রাধাষ্টমী পালিত হবে ৩১ অগাস্ট, রবিবার৷ সেদিন অহোরাত্র থাকবে এই শুভ তিথি৷
advertisement
3/7
ভক্তদের দীর্ঘ দিনের বিশ্বাস তথা প্রচলিত মত হল রাধাষ্টমী ব্রত ও উপবাস পালন করলে তবেই জন্মাষ্টমী ব্রত পালনের পুণ্যফল লাভ করা যায়৷ রাধাষ্টমী তিথি অত্যন্ত পুণ্যদায়ী৷ অন্যান্য পার্বণের মতো এই তিথিতেও পালনীয় আচরণবিধি এবং আহারবিধি আছে৷ মনে করা হয় এই বিধি পালন করলে জীবনে সুখশান্তি থাকে সর্বক্ষণ৷ বিধি লঙ্ঘন করলে আসে বিপর্যয়ের অন্ধকার৷
advertisement
4/7
যাঁরা ব্রতপালন করবেন তাঁরা তো নির্দিষ্ট আহারবিধি পালন করেনই৷ অন্যরাও আহারবিধি অনুসরণ করলে জীবনে পুণ্যফল লাভ করা যায়৷ জ্যোতিশাস্ত্র এবং আয়ুর্বেদের রীতি নীতি মেনে এই বিধি নির্মিত হয়৷ যাতে মরশুমি রোগব্যাধি স্পর্শ করতে না পারে৷ বলছেন জ্যোতিষ বিশারদ নন্দকিশোর মুদগল৷
advertisement
5/7
রাধাষ্টমীতে ভুলেও খাবেন না তিতো খাবার৷ পুণ্যতিথিতে তিক্ত খাবার গ্রহণ করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়৷ এছাড়াও বর্জন করুন আমিষ, তামসিক এবং নেশাজাতীয় দ্রব্য৷
advertisement
6/7
পুঁইশাক, কলমিশাক, লালশাক খাবেন না রাধাষ্টমী তিথিতে৷ কারণ বর্ষাকালে শাকভক্ষণ ক্ষতিকারক৷ তাছাড়া এই তিন শাককে তামসিক বলে ধরা হয়৷ তাই রাধাষ্টমীতে দূরে থাকুন এই তিন শাক থেকে৷
advertisement
7/7
লাউ, বেগুনের মতো চিরচেনা সবজিও বর্জনীয় রাধাষ্টমীর মতো পুণ্যতিথিতে৷ তাই এই দুই সবজি এড়িয়ে চলুন এই দিনে৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Radhashtami Vastu Eating Tips: রবিবার রাধাষ্টমী! ভুলেও খাবেন না এই ৩ শাক ও ২ সবজি! বিপর্যয়ের অন্ধকারে ছিন্নভিন্ন জীবন! অভিশাপে তছনছ স্বপ্ন!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল