Planetary Parade: ২০৪০ সালের মধ্যে আর ঘটবে না, ভারতের আকাশ থেকে আজ দেখা যাবে বিরাট মহাজাগতিক দৃশ্য! কখন? কী দেখতে পাবেন? চমকে উঠবেন গ্যারান্টি
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Planetary Parade: কী ঘটতে চলেছে? আসলে সূর্যের একই দিকে জড়ো হচ্ছে সৌরমণ্ডলের সমস্ত গ্রহ। আর সেই দৃশ্যই এবার দেখা যাবে পৃথিবী থেকে।
advertisement
1/6

চলে এল সেই মাহেন্দ্রক্ষণ! ঘটতে চলেছে সেই বিরল মহাজাগতিক ঘটনা। আগামী ২০৪০ সালের মধ্যে যা আর কখনও ঘটবে না। কী ঘটতে চলেছে ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার।
advertisement
2/6
কী ঘটতে চলেছে? আসলে সূর্যের একই দিকে জড়ো হচ্ছে সৌরমণ্ডলের সমস্ত গ্রহ। আর সেই দৃশ্যই এবার দেখা যাবে পৃথিবী থেকে। বলা ভাল, ভারত থেকেও দেখা যাবে এই দৃশ্য।
advertisement
3/6
সৌরমণ্ডলে পৃথিবী বাদে রয়েছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, নেপচুন ও ইউরেনাস। প্রায় ৪৫ মিনিট ধরে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য। সূর্যাস্তের ঠিক পরে পরে দেখতে পাওয়া যাবে এই দৃশ্য।
advertisement
4/6
রাতের আকাশে কিছুক্ষণের জন্য দৃশ্যমান হতে চলেছে একসঙ্গে সৌরজগতের সমস্ত গ্রহ। যাকে বলা হয় প্ল্যানেটারি প্যারেড। আর এই বিরল মহাজাগতিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে ভারতও।
advertisement
5/6
সৌরজগতের গ্রহগুলি একটি সমতলে একটি নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে থাকে। যে কারণে খুব কম এই ঘটনা ঘটে থাকে।
advertisement
6/6
সূর্যাস্তের পর আকাশে ৪৫ মিনিট দেখা যাবে এই দৃশ্য, এমনই জানিয়েছেন বিজ্ঞানীরা। কিন্তু খালি চোখে সবকটি গ্রহকে দেখা সম্ভব হবে না বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, শুক্র, মঙ্গল গ্রহ, বৃহস্পতি ও ইউরেনাস খালি চোখে দেখা যাবে। কিন্তু বুধ, শনি ও নেপচুনকে দেখার জন্য দূরবীন বা ছোট টেলিস্কোপের প্রয়োজন হবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Planetary Parade: ২০৪০ সালের মধ্যে আর ঘটবে না, ভারতের আকাশ থেকে আজ দেখা যাবে বিরাট মহাজাগতিক দৃশ্য! কখন? কী দেখতে পাবেন? চমকে উঠবেন গ্যারান্টি