Paush Amavasya 2024: আসছে পৌষ অমাবস্যা তথা এ বছরের প্রথম অমাবস্যা! জানুন পুণ্যতিথির দিনক্ষণ ও শুভ মুহূর্ত
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Paush Amavasya 2024: পুণ্যসঞ্চয়ের জন্য এই তিথি বিশেষ মান্যতা পায় বিশ্বাসী তথা পুণ্যার্থীদের কাছে
advertisement
1/6

পৌষ অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পুণ্যের দিন। পুণ্যসঞ্চয়ের জন্য এই তিথি বিশেষ মান্যতা পায় বিশ্বাসী তথা পুণ্যার্থীদের কাছে।
advertisement
2/6
এ বছর পৌষ অমাবস্যা তথা এ বছরের প্রথম অমাবস্যা শুরু হচ্ছে আগামী ১০ জানুয়ারি, ২০২৪।
advertisement
3/6
সেদিন রাত ৮.১০-এ অমাবস্যা তিথি শুরু হচ্ছে। এই পুণ্যতিথি থাকবে পর দিন, ১১ জানুয়ারি শুক্রবার বিকেল ৫.২৬ পর্যন্ত।
advertisement
4/6
এই দু’দিন ধরেই পালিত হবে পৌষ অমাবস্যা তিথি। বৃহস্পতিবার সূর্যোদয়ের সময় থেকে এই তিথি থাকবে বলে সেদিন এই তিথিপালনের সম্ভাবনা বেশি।
advertisement
5/6
পৌষ অমাবস্যার দিন দানধ্যান ও পুণ্যস্নানের শুভ সময় হল বৃহস্পতিবার ভোর ৫.৫৭ মিনিট থেকে সকাল ৬.২১ পর্যন্ত।
advertisement
6/6
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Paush Amavasya 2024: আসছে পৌষ অমাবস্যা তথা এ বছরের প্রথম অমাবস্যা! জানুন পুণ্যতিথির দিনক্ষণ ও শুভ মুহূর্ত