TRENDING:

Negative Energy At Home: সারাদিন ক্লান্ত লাগে? অবসাদ! আপনার ঘরে নেগেটিভ এনার্জি নেই তো? জানুন বাঁচার উপায়

Last Updated:
Negative Energy At Home: অসুখ বাড়ি থেকে যাচ্ছেই না? কোনও কাজ সফল হচ্ছে না? বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করার উপায় জানুন জ্যোতিষীর থেকে!
advertisement
1/9
সারাদিন ক্লান্ত লাগে? অবসাদ! আপনার ঘরে নেগেটিভ এনার্জি নেই তো? জানুন বাঁচার উপায়
আপনার ঘরে নেগেটিভ এনার্জি নেই তো? কীভাবে বুঝবেন ঘরে নেগেটিভ এনার্জির বাস রয়েছে কিনা?বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের চারপাশে পজিটিভ এনার্জির পাশাপাশি নেগেটিভ এনার্জিও রয়েছে। আমরা কোন শক্তির দ্বারা বেশি প্রভাবিত হয়েছি, তার ওপরেই আমাদের জীবনের গতিপথ নির্ধারিত হয়।
advertisement
2/9
পজিটিভ এনার্জি দ্বারা প্রভাবিত হলে যেমন জীবনে আসে সুখ-শান্তি ও সমৃদ্ধি, তেমনই নেগেটিভ এনার্জি দ্বারা প্রভাবিত হলে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। কিন্তু কীভাবে বুঝবেন ঘরে নেগেটিভ এনার্জি রয়েছে এই বিষয়ে বিশিষ্ট জ্যোতিষী পূবালী গুহ শাস্ত্রী জানান, আপনি চেষ্টা করছেন, কিন্তু আপনার কাজের সুযোগ যদি শেষ মুহূর্তে অন্য কেউ নিয়ে নেয়, তাহলে বলা যেতেই পারে যে ঘরে নেগেটিভ এনার্জি রয়েছে।
advertisement
3/9
পরিবারের কোনও সদস্য যদি ক্রমাগত শারীরিক অসুস্থতায় ভোগেন, তাহলে তা ভাল লক্ষণ নয়। এমন অসুখ চিকিত্‍সাতেও যার বিশেষ কোনও উপকার হচ্ছে না। পরিবারের কোনও এক সদস্যের অসুখের কারণও বোঝা যাচ্ছে না, তাহলে বুঝতে হবে যে ঘরে নেগেটিভ এনার্জি রয়েছে।
advertisement
4/9
আপনি আপ্রাণ চেষ্টা করছেন, তবু সাফল্যে হাতের মুঠোয় ধরা দিচ্ছে না? এর অর্থ ঘরে নেগেটিভ এনার্জি রয়েছে।সারাদিন আপনার ক্লান্ত লাগে? শরীরে কোনও অসুখ নেই তবু কোনও কাজে উত্‍সাহ পান না? এটা ঘরে নেগেটিভ এনার্জি থাকা এর কারণ হতে পারে
advertisement
5/9
আপনার যদি মনে সব সময় অশান্তি থাকে, এমনকি আত্মহত্যার কথাও ভেবে থাকেন, তাহলে ঘরে নেগেটিভ এনার্জির উপস্থিতি খুব সম্ভব।
advertisement
6/9
ঘর থেকে নেগেটিভ এনার্জি সরানোর উপায় হিসেবে পুবালী গুহ শাস্ত্রী জানান,যদি মনে হয় ঘরে নেগেটিভ এনার্জি রয়েছে তবে মূল দরজার সামনেটা যেন অবশ্যই সব সময় পরিষ্কার থাকে।
advertisement
7/9
এর ফলে শুধু যে নেগেটিভ এনার্জি সরে যাবে তাই নয়, বাড়িতে আসা অতিথিদের মনেও ভাল ধারণা সৃষ্টি হবে। ঘরে ঢোকার মুখে ছোট গাছও লাগাতে পারেন। গাছ থেকে বেরনো পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জিকে দূরে রাখবে।
advertisement
8/9
লেবুর রস, নুন এবং সাদা ভিনিগার একসঙ্গে মিশিয়ে তাই দিয়ে দরজার নব এবং জানালা পরিষ্কার করুন। ঘরে ঢোকার মুখে পাপোশের নীচে রাখুন সি সল্ট। এর ফলে নেগেটিভ এনার্জি ঘরে ঢুকতে বাধা পাবে।
advertisement
9/9
ঘর মোছার জলে একটু সি সল্ট মিশিয়ে দিন। তবে বৃহস্পতিবার এটা মেশাবেন না। এর ফলে ঘরের নেগেটিভ এনার্জি ধ্বংস হয়ে যাবে।এই কিছু টিপস মেনে চললেই আপনার ঘর থেকে নেগেটিভ এনার্জি বিদায় হবে। (তথ্য: পিয়া গুপ্তা)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Negative Energy At Home: সারাদিন ক্লান্ত লাগে? অবসাদ! আপনার ঘরে নেগেটিভ এনার্জি নেই তো? জানুন বাঁচার উপায়
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল