Nag Panchami Rituals 2024: সাত জন্ম হতে পারে শাপগ্রস্ত! নাগপঞ্চমীর দিন ভুলেও করবেন না এই কাজ! জানুন জ্যোতিষ মত
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Susmita Goswami
Last Updated:
Nag Panchami Rituals 2024: নাগপঞ্চমীতে লোহার কড়াই ও প্যানে খাবার রান্না করবেন না।
advertisement
1/5

নাগ পঞ্চমীতে লোহার কড়াই ও প্যানে খাবার রান্না করবেন না। বিশ্বাস অনুসারে, রুটি তৈরির জন্য ব্যবহৃত লোহার চাটুকে সাপের ফণা বলে মনে করা হয়। সুস্মিতা গোস্বামী
advertisement
2/5
এই দিনে কোনও কাজের জন্য জমি খনন করবেন না। এতে মাটিতে সাপের গর্ত বা বাম্বি ভেঙ্গে যাওয়ার আশঙ্কা থাকে। কথিত আছে, সাপ ক্ষতিগ্রস্থ হলে পরিবার ধ্বংস হয়ে যায়। সুস্মিতা গোস্বামী
advertisement
3/5
শাস্ত্র ও পুরাণে বলা আছে যে, পঞ্চমী তিথির অধিপতি স্বয়ং নাগদেব এবং এই দিনে সাপের পুজো করলে কাঙ্খিত ফল পাওয়া যায় এবং ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। সুস্মিতা গোস্বামী
advertisement
4/5
এই দিনে সর্প দেবতার পুজো করলে রাহু ও কেতু সংক্রান্ত দোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং কাল সর্প দোষেরও পুজো করা হয় এবং মানুষ সাপের ভয় থেকেও মুক্তি পায়।সুস্মিতা গোস্বামী
advertisement
5/5
হিন্দু ধর্মে সাপকে দেবতা হিসেবে বিবেচনা করা হয়। কখনও সাপের ক্ষতি করা উচিত নয়, তবে বিশেষ করে নাগ পঞ্চমীর দিনে সাপকে আঘাত করবেন না। এতে করে আগামী সাত প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Nag Panchami Rituals 2024: সাত জন্ম হতে পারে শাপগ্রস্ত! নাগপঞ্চমীর দিন ভুলেও করবেন না এই কাজ! জানুন জ্যোতিষ মত