Nag Panchami 2023: আগামী নাগপঞ্চমীতে ভাগ্য খুলবে এই ৪ রাশির জাতক-জাতিকার, হবে বিরাট লাভ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Nag Panchami 2023: নাগপঞ্চমীর দিন নাগপূজা করেন, তাহলে সেই কালসর্প দোষ থেকে মুক্তি পেতে পারেন। জানুন
advertisement
1/7

নাগপঞ্চমী প্রতি বছর শ্রাব মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয়। পঞ্চমী তিথি সর্প দেবতাকে উৎসর্গ করা হয় এবং নাগপঞ্চমীর দিনে আটটি সর্প দেবতার পূজা করা হয়।
advertisement
2/7
এই বছর নাগপঞ্চমী ২১ অগাস্ট ২০২৩, সোমবার পড়ছে। সোমবার নাগপঞ্চমী পালন করা খুবই শুভ কারণ। সোমবার ভগবান ভোলানাথের পুজো করা হয়। এছাড়াও, নাগপঞ্চমীতে একটি শুভ যোগ তৈরি হয়েছে। এই যোগে মা মনসা, নাগ দেবতা ও ভোলানাথের পুজো করলে বিশেষ উপকার পাওয়া যাবে।
advertisement
3/7
ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে মনে করা হয়, যদি কোনও জাতক বা জাতিকার জন্মকুণ্ডলীতে কালসর্প দোষ থাকে তা তাঁর জীবনে ভয়াবহ হয়ে দেখা দিতে পারে। অথচ, এই দোষ আছে এমন জাতক-জাতিকা যদি নাগপঞ্চমীর দিন নাগপূজা করেন, তাহলে সেই কালসর্প দোষ থেকে মুক্তি পেতে পারেন।
advertisement
4/7
মকর রাশির জাতকদের দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলি এখন সম্পূর্ণ হতে শুরু করবে। আপনি সব কাজেই সফলতা পাবেন। পরিবারে সুখ থাকবে। সন্তানদের কাছ থেকে সুখ পাবেন।
advertisement
5/7
ধনু রাশির জাতকদের জন্যও এই দিনটি খুব শুভ হতে চলেছে। অর্থ লাভের সুযোগ পাবেন। বিনিয়োগ থেকে লাভ হবে। কোনো সুখবর পাওয়ার পর বাড়িতে খুশির পরিবেশ তৈরি হবে।
advertisement
6/7
বৃশ্চিক রাশির জাতকদের নতুন কাজ শুরু করার জন্য এই সময়টা ভালো যাবে। আপনিও বিনিয়োগ করতে পারেন। বড় কোনও চুক্তি চূড়ান্ত হতে পারে। এই দিনটি ব্যবসায়ী শ্রেণির জন্য বিশেষ ফলদায়ক।
advertisement
7/7
মেষ রাশির জাতকদের জন্য নাগপঞ্চমী খুব শুভ হবে। এই লোকেরা তাদের কাজে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তা পাবেন। চাকরিতে অগ্রগতি হবে। অর্থ লাভ হবে। ব্যবসা ভাল হবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Nag Panchami 2023: আগামী নাগপঞ্চমীতে ভাগ্য খুলবে এই ৪ রাশির জাতক-জাতিকার, হবে বিরাট লাভ