Monthly Horoscope for April 2023: কেরিয়ারের উন্নতি থেকে জীবনে বিশেষ মানুষটির আগমন; রাশিফল অনুযায়ী কেমন কাটতে চলেছে এপ্রিল মাসটা ?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Monthly Horoscope for April 2023: জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক, বছরের চতুর্থ মাস অর্থাৎ এপ্রিল মাসটা কোন রাশির জাতক-জাতিকার কেমন কাটতে চলেছে ৷
advertisement
1/13

ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। তাহলে জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক, বছরের চতুর্থ মাস অর্থাৎ এপ্রিল মাসটা কোন রাশির জাতক-জাতিকার কেমন কাটতে চলেছে ৷
advertisement
2/13
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। নতুন চাকরি খুঁজলে কিংবা বর্তমান চাকরিতে উন্নতি করলে চাইলে এটাই তার আদর্শ সময়। ব্যক্তিগত জীবনে আবার এপ্রিল মাসটি বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠতে চলেছে।
advertisement
3/13
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০। এপ্রিলে সম্পর্কে নাটকীয়তা আসতে পারে। প্রাক্তন ফিরে আসতে পারেন। তার জন্য বর্তমান সঙ্গী ঈর্ষান্বিত হয়ে উঠতে পারেন। পেশাগত দিক থেকে আত্মবিশ্বাসী এবং আশাবাদীই থাকতে পারবেন।
advertisement
4/13
মিথুন: মে ২১ থেকে জুন ২০। এই সময়টায় আত্মদর্শন হতে পারে। সৃজনশীল কাজের সুযোগ আসতে পারে। এপ্রিল মাসে নিজেকে শান্ত রাখার কথা মনে হবে। সেই সঙ্গে নিঃসঙ্গ কাজকর্মের প্রতি আকর্ষণ বাড়বে।
advertisement
5/13
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২। এই মাসে কর্কট রাশির জাতক-জাতিকারা নিজের কেরিয়ার এবং ভাবমূর্তির বিষয়ে মনোনিবেশ করবেন। ক্ষমতাশালী ব্যক্তিত্বদের সঙ্গে সম্পর্ক তৈরি করার এটাই আদর্শ সময়।
advertisement
6/13
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। এমন নতুন মানুষদের সঙ্গে এই সময় আলাপ করতে হবে, যাঁরা কেরিয়ারের অগ্রগতিতে সাহায্য করতে পারেন। আরও দায়িত্ব গ্রহণ করতে হবে এবং তাতে পদোন্নতির সুযোগও থাকবে।
advertisement
7/13
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। নিজের লক্ষ্য পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করার এটাই আদর্শ সময়। জীবনে এগোনোর জন্য প্রয়াস আরও বাড়াতে হবে। ব্যক্তিগত সম্পর্কের দিকেও নজর দিতে হবে।
advertisement
8/13
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। মাসের প্রথম দিকে আর্থিক বিষয়গুলিকে গুছিয়ে নিতে হবে। মাসের মধ্য ভাগে এনার্জি থাকবে তুঙ্গে। নিজের লক্ষ্য পূরণের জন্য কাজ শুরু করতে হবে।
advertisement
9/13
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। এপ্রিল মাসটা এই রাশির জাতক-জাতিকার জন্য দুর্দান্ত কাটবে। জীবনে নতুন কিছু শুরু করার সুযোগ আসতে পারে। সাহস এবং আত্মবিশ্বাস বাড়বে। ব্যক্তিগত সম্পর্কও মজবুত হবে। সিঙ্গেলদের জীবনে বিশেষ মানুষটি আসতে পারেন।
advertisement
10/13
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। এপ্রিল মাসের প্রথম ভাগে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। এনার্জি এবং উদ্যমও থাকবে তুঙ্গে। ফলে নিজের লক্ষ্য পূরণের দিকে এগোতেও সুবিধা হবে। তবে মাসের শেষের দিকে চ্যালেঞ্জিং পরিস্থিতি আসতে পারে।
advertisement
11/13
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। এপ্রিলে কেরিয়ারে মনোনিবেশ করতে হবে। কাজের ক্ষেত্রে কোনও বড় প্রজেক্টের দায়িত্ব আসতে পারে, সে-দিকে নজর দিতে হবে। ব্যক্তিগত জীবনে সব কিছু মোটামুটি ঠিকই থাকবে।
advertisement
12/13
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে নতুন কিছুর কথা ভেবে দেখা যেতে পারে। তবে প্রেমের ক্ষেত্রে এই মাসটা ততটাও মসৃণ হবে না। সিঙ্গলরাও সেভাবে মনের মানুষের খোঁজ না-ও পেতে পারেন।
advertisement
13/13
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। এপ্রিলে নিজের কেরিয়ার এবং টাকা-পয়সার বিষয়ে একটু নজর দিতে হবে। অপ্রয়োজনীয় ঝুঁকি না নেওয়াই ভাল। অফিসে রাজনীতির মুখে পড়তে হতে পারে। তাই শুধু কাজের দিকেই মন দিতে হবে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Monthly Horoscope for April 2023: কেরিয়ারের উন্নতি থেকে জীবনে বিশেষ মানুষটির আগমন; রাশিফল অনুযায়ী কেমন কাটতে চলেছে এপ্রিল মাসটা ?