Money Making Tips: টাকার অভাব দুঃস্বপ্নেও উঁকি দেবে না, কাঁড়ি কাঁড়ি টাকা, গুছিয়ে রাখাই দায়, ছোট্ট এই চেনা ফুলের টোটকায় কামাল
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Money Making Tips: ঝামেলা থেকে মুক্তি, অভাব কোনওদিন চোখে দেখবেন না! এক ফুলেই হবে বাজিমাত
advertisement
1/5

অপরাজিতা ফুলের সঙ্গে আমরা কমবেশি সকলেই পরিচিত। অনেক বাড়িতেই এই গাছ দেখা যায়। নীল অপরাজিতা দেখতে যেমন সুন্দর, তেমনভাবে এই ফুলের ধর্মীয় গুরুত্ব ব্যাপক। জ্যোতিষবিদরা এই ফুলকে যথেষ্ট গুরুত্ব দেন। এই ফুলের টোটকায় জীবনে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। জানিয়েছেন বিশিষ্ট পুরহিত দামোদর চক্রবর্তী।
advertisement
2/5
তিনি বলছেন, যেকোনও ইচ্ছা পূরণ করতে চাইলে, আর্থিক অভাব কাটাতে চাইলে অপরাজিতার টোটকায় ভাগ্য বদলে যাবে প্রতিদিন সংকটমোচন হনুমানের চরণে একটি করে নীল অপরাজিতা নিবেদন করলে অর্থের হওয়া হয় না। তার কৃপায় জীবনের যেকোনও ইচ্ছা পূরণ হয়।
advertisement
3/5
অপরাজিতা ফুলের অন্য আরেকটি নাম বিষ্ণুকান্ত। এখান থেকেই বোঝা যাচ্ছে ভগবান বিষ্ণুর ভীষণ প্রিয় এই অপরাজিতা তাছাড়া মহাদেব, মহামায়া এবং মা লক্ষ্মীর ভীষণ প্রিয় এই ফুল। তাদের উদ্দেশ্যে নীল অপরাজিতা ফুলের মালা নিবেদন করলে মনের যে কোনও ইচ্ছা পূরণ করা সম্ভব।
advertisement
4/5
দামোদর বাবু বলছেন, যদি আপনি ব্যাপক অর্থ সংকটে ভুগছেন, তাহলে নীল অপরাজিতা ফুলের টোটকা ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে পরপর তিনটি শনিবার জলে তিনটি করে নীল অপরাজিতা ফুল ভাসিয়ে দিতে হবে। দেখবেন আর্থিক অভাব কেটে গিয়েছে।
advertisement
5/5
এই বিশিষ্ট পুরোহিত বলছেন, যদি ঝামেলা আপনার পিছু ছাড়ছে না, তাহলে ব্যবহার করুন নীল অপরাজিতা। ঝামেলা আর আপনার মাঝখানে এই ফুল প্রাচীর হয়ে দাঁড়াবে। তারজন্য প্রত্যেক শনিবার শনিদেবকে অপরাজিতা ফুল নিবেদন করুন। সুখ শান্তি চাইলে সোমবার এই ফুল নিবেদন করুন মহাদেবকে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Money Making Tips: টাকার অভাব দুঃস্বপ্নেও উঁকি দেবে না, কাঁড়ি কাঁড়ি টাকা, গুছিয়ে রাখাই দায়, ছোট্ট এই চেনা ফুলের টোটকায় কামাল