Mangal Gochar 2023: কর্কট রাশিতে প্রবেশ করবেন মঙ্গল! এই সব রাশির জীবনে আসছে শুভ সময়
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Mangal Gochar Effect: আগামী ১০ মে কর্কট রাশিতে গমন করতে চলেছেন মঙ্গল। আর ওই রাশিতে অবস্থান করবেন আগামী ১ জুলাই পর্যন্ত। অর্থাৎ প্রায় ৫৩ দিন কর্কট রাশিতেই মঙ্গল অবস্থান করবেন।
advertisement
1/8

আমরা সকলেই জানি যে, সময়ে সময়ে রাশি পরিবর্তন করে অন্য রাশিতে প্রবেশ করেন গ্রহগুলি। আর এই গোচরের একটা আলাদাই গুরুত্ব রয়েছে। রাশিচক্রের সমস্ত রাশির জাতক-জাতিকাদের উপরেই এই গ্রহের গোচরের প্রভাব বর্তমান থাকে। আগামী ১০ মে কর্কট রাশিতে গমন করতে চলেছেন মঙ্গল। আর ওই রাশিতে অবস্থান করবেন আগামী ১ জুলাই পর্যন্ত।
advertisement
2/8
অর্থাৎ প্রায় ৫৩ দিন কর্কট রাশিতেই মঙ্গল অবস্থান করবেন। আসলে মঙ্গলকে অগ্নি উপাদানের প্রতীক বলে মনে করা হয়। অন্য দিকে কর্কট আবার জলের উপাদানের প্রতীক। আর চন্দ্র গ্রহণের পরে কর্কট রাশিতে প্রবেশ মঙ্গলের। এর জেরে পরিবর্তন হবে আবহাওয়ার। দেশের বহু জায়গায় বৃষ্টির সম্ভাবনা বর্তমান। মঙ্গল গ্রহের এই গোচরের ফলে রাশিচক্রের বিভিন্ন রাশির উপরও প্রভাব পড়তে চলেছে।
advertisement
3/8
কিছু রাশির উপর নেতিবাচক প্রভাব পড়বে, তো আবার কয়েকটি রাশির জাতক-জাতিকার উপর এই গোচর শুভ ফল বয়ে আনবে। তাহলে কোন কোন রাশির জন্য এটা শুভ ফলদায়ী হবে, সেটাই জেনে নেওয়া যাক।
advertisement
4/8
মেষ রাশি: মঙ্গল গোচরে লাভবান হতে চলেছেন মেষ রাশির জাতক-জাতিকারা। বিবাহিত জীবনে বিদ্যমান সমস্যা দূর হবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কেরও উন্নতি হবে। আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল। তবে ব্যয় করতে হবে সতর্ক ভাবে। সেই সঙ্গে ভবিষ্যতের সঞ্চয়ের দিকটাও দেখতে হবে। কাজের জায়গায় উন্নতির যোগ রয়েছে। এই সময় মা-বাবার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। গাড়ি কেনার কথা ভেবে থাকলে সেই ইচ্ছে পূরণ হতে পারে।
advertisement
5/8
সিংহ রাশি: এই রাশির জাতক-জাতিকার অপূর্ণ ইচ্ছে পূরণ হবে। পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার স্বপ্ন থাকলে তা পূরণ হতে পারে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। না হলে সঙ্গীর সঙ্গে বিরোধ বাড়তে পারে। আইনি মামলা-মোকদ্দমার রায় এই রাশির জাতক-জাতিকার পক্ষেই থাকবে। কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে।
advertisement
6/8
কন্যা রাশি: মঙ্গল গোচর শুভ ফল দেবে এই রাশির জাতক-জাতিকাদের। আর্থিক সঙ্কট কাটতে চলেছে। তবে বিবাহিত জীবনে সমস্যা সৃষ্টি হলেও তা বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা যাবে। প্রেমের সম্পর্ক দৃঢ় হবে। চাকরি এবং ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে। আর্থিক পরিকল্পনা সফল হবে। ব্যয় কমিয়ে সঞ্চয় করতে সক্ষম হবেন।
advertisement
7/8
তুলা রাশি: কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। কাজের প্রশংসা মিলবে। ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনের ভারসাম্য থাকবে। যে কোনও ধরনের বিবাদ এড়িয়ে চলাই উচিত। শিক্ষার্থীদের জন্যও সময়টা অনুকূল। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য মিলবে।
advertisement
8/8
কুম্ভ রাশি: কাজের জায়গায় কর্মক্ষমতা বাড়বে। বিরোধীদের পরাস্ত করতে সক্ষম হবেন। সমস্ত বাধা-বিপত্তি দূর হবে। চাকরির ক্ষেত্রে সকলের প্রশংসা পাবেন। ব্যয় বাড়লেও ভাল আর্থিক পরিস্থিতির কারণে কোনও সমস্যা হবে না। ভুল মানুষের সঙ্গে মেলামেশা করা উচিত নয়, কঠোর পরিশ্রম করতে হবে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Mangal Gochar 2023: কর্কট রাশিতে প্রবেশ করবেন মঙ্গল! এই সব রাশির জীবনে আসছে শুভ সময়