TRENDING:

Manasa Puja 2024 Date & Timing: রাত পোহালেই মনসাপুজো! মঙ্গলবারের পর আবার কবে সর্পদেবী ও অষ্টনাগপূজা? জানুন নির্ঘণ্ট

Last Updated:
Manasa Puja 2024 Date & Timing: এ পার এবং ওপার দুই বাংলায় মা মনসার পূজা করা হয়। তবে তাঁর পূজার দিন ও তিথি একাধিক। বিভিন্ন পরিবারে বিভিন্ন দিনে তাঁর পুজো করা হয়।
advertisement
1/10
রাত পোহালেই মনসাপুজো! মঙ্গলবারের পর ফের কবে সর্পদেবী ও অষ্টনাগপূজা? রইল দিনক্ষণ
দীর্ঘ দিন ধরে বর্ষাকালে বাংলার ঘরে ঘরে পূজিতা হন মা মনসা। প্রচলিত বিশ্বাস, সর্পদেবীর পুজো করলে তিনি রক্ষা করেন সর্প দংশন থেকে।
advertisement
2/10
এ পার এবং ওপার দুই বাংলায় মা মনসার পূজা করা হয়। তবে তাঁর পূজার দিন ও তিথি একাধিক। বিভিন্ন পরিবারে বিভিন্ন দিনে তাঁর পুজো করা হয়।
advertisement
3/10
এ বছর অর্থা‍ত ২০২৪ বা বাংলার ১৪৩১ বঙ্গাব্দের মনসাপুজোর দিনগুলি দেখে নিন।
advertisement
4/10
দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এ বছর মনসাদেবীর পুজোর প্রথম দিনটি ছিল ১৬ জুন বা পয়লা আষাঢ়। সে দিন পালিত হয়েছে দশহরার তিথিও।
advertisement
5/10
এর পর আবার মনসাপুজোর দিন হল ১৬ জুলাই বা ৩১ আষাঢ়। আষাঢ় মাসের শেষ দিন বা আষাঢ় সংক্রান্তিতে পূজিতা হবেন দেবী।
advertisement
6/10
১৬ জুলাই, মঙ্গলবার শুরু হবে মাসব্যাপী মনসাপূজা ও অষ্টনাগ পূজা। শ্রাবণমাসে একাধিক দিন ও তিথি আছে মনসাপুজোর।
advertisement
7/10
৯ শ্রাবণ বা ২৫ জুলাই, বৃহস্পতিবার পালিত হবে মনসাপূজা, নাগপঞ্চমী ও অষ্টনাগপূজা।
advertisement
8/10
২৪ শ্রাবণ বা ৯ অগাস্ট, শুক্রবারও পূজিত হবেন মনসাদেবী।
advertisement
9/10
৩২ শ্রাবণ বা শ্রাবণ সংক্রান্তি পড়েছে ১৭ জুলাই। সেই দিন সমাপ্ত হবে এক মাসব্যাপী মনসাপূজা, নাগপঞ্চমী ও অষ্টনাগপূজা।
advertisement
10/10
এর পর ভাদ্রমাসে ৭ ভাদ্র বা ২৪ অগাস্ট, ২২ ভাদ্র বা ৮ সেপ্টেম্বর এবং ৩১ ভাদ্র বা ১৭ সেপ্টেম্বর মনসাদেবীর পুজো করা যাবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Manasa Puja 2024 Date & Timing: রাত পোহালেই মনসাপুজো! মঙ্গলবারের পর আবার কবে সর্পদেবী ও অষ্টনাগপূজা? জানুন নির্ঘণ্ট
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল