Maha Ashtami Lucky Zodiac Signs: ৫০ বছর পর মহাষ্টমীতে অতি বিরল মহাসংযোগ...! ৪ রাশিকে দু-হাত ভরিয়ে দেবেন মা দুর্গা, কাঁপবে গোটা ত্রিভুবন, কাটবে ফাঁড়া, সোনার মতো চমকাবে ভাগ্য
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Maha Ashtami Lucky Zodiac Signs: রাত পোহালেই মহাষ্টমী৷ আর এই দিনটা দুর্গাপুজোর বিশেষ একটি দিন৷ এই বছরের মহাষ্টমী আরও বেশি বিশেষ কারণ এবার নবমী তিথিও অষ্টমীর সঙ্গে একই দিনে পড়ছে। সুতরাং একই দিনে ব্রত ও পুজো করলে দ্বিগুণ উপকার পাবেন।
advertisement
1/9

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো ইতিমধ্যেই ধুমধাম করে মহাসমারোহে পালিত হচ্ছে৷ রাত পোহালেই মহাঅষ্টমী৷ আর এই দিনটা দুর্গাপুজোর বিশেষ একটি দিন৷
advertisement
2/9
এই বছরের মহাঅষ্টমী আরও বেশি বিশেষ কারণ এবার নবমী তিথিও অষ্টমীর সঙ্গে একই দিনে পড়ছে। সুতরাং একই দিনে ব্রত ও পুজো করলে দ্বিগুণ উপকার পাবেন।
advertisement
3/9
১১ অক্টোবর ২০২৪-এ অষ্টমী এবং নবমী তিথি একসঙ্গে পালিত হবে। এছাড়াও,দীর্ঘ বহু বছর পরে, শারদীয়া নবরাত্রিতে এমন অনেক যোগ তৈরি হচ্ছে যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে মানা হয়।
advertisement
4/9
এই বছর, মহাঅষ্টমীর দিনে, সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ এবং বুধাদিত্য যোগের মহাসংযোগ রয়েছে। অষ্টমীর দিনে এই ৩টি মহাযোগ গঠনের সংযোগের ঘটনাটি কয়েক দশক পরে ঘটছে, যা ৪টি রাশির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
advertisement
5/9
জ্যোতিষী ডক্টর গণেশ মিশ্রের কাছ থেকে জেনে নিন কোন ৪ রাশিকে মা দুর্গা অষ্টমীতে দু-হাত ভরে আশীর্বাদ দিতে চলেছেন। এবং কাদের সৌভাগ্য খুলতে চলেছে৷ জানুন আপনার কপালে কী আছে?
advertisement
6/9
মহাঅষ্টমীতে মেষ রাশির জাতকদের জন্য খুব শুভ। এই রাশিরা লোকেরা এই বিশেষ দিনে কিছু ভাল খবর পাবেন। ভাগ্য আপনার সঙ্গেই থাকবে। এছাড়াও, ব্যবসায়ীরা প্রচুর আর্থিক সুবিধা পেতে পারেন৷
advertisement
7/9
কর্কট রাশির জাতক জাতিকাদের জন্যও দিনটি শুভ হতে চলেছে৷ যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তন করতে চান, তারা এখন চাকরি পেতে পারেন। আপনি উচ্চ পদ এবং প্রচুর অর্থও পাবেন। বাড়িতে শান্তি ও সুখের পরিবেশ থাকবে।
advertisement
8/9
কন্যা রাশির জাতকরা মা দুর্গার কৃপায় প্রচুর উন্নতি করবে। ব্যবসায়ী শ্রেণীর লোকেদের বেড়াতে যাওয়ার সুযোগ রয়েছে এবং এর থেকে লাভও পাবেন। বিনিয়োগ থেকে লাভ হবে। এসময় বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাবেন।
advertisement
9/9
মীন রাশির জাতক জাতিকাদের জন্যও মহাঅষ্টমী দারুণ হতে চলেছে৷ সমাজে সম্পদ, প্রতিপত্তি এবং সবকিছু পাবে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে, সময়টি প্রচুর লাভজনক হতে চলেছে। নতুন চাকরি পেতে পাওয়ার সম্ভাবনা রয়েছে৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Maha Ashtami Lucky Zodiac Signs: ৫০ বছর পর মহাষ্টমীতে অতি বিরল মহাসংযোগ...! ৪ রাশিকে দু-হাত ভরিয়ে দেবেন মা দুর্গা, কাঁপবে গোটা ত্রিভুবন, কাটবে ফাঁড়া, সোনার মতো চমকাবে ভাগ্য