TRENDING:

June Lucky Zodiac Signs: চাকরি! ভ্রমণ! নতুন প্রেম! চলতি জুন মাসেই সুখের বাম্পার বর্ষা এই ৫ রাশির জীবনে

Last Updated:
June Lucky Zodiac Signs: ইংরেজিতে জুন মাসকে বলা হয় মিথুন রাশির মাস৷ এ বছর জুন মাসে বৃহস্পতি, রবি, বুধ এবং শুক্রের অবস্থান ও যৌথ প্রভাবে বিশেষ শুভ যোগ আসতে চলেছে ৫ রাশির জাতক জাতিকাদের জীবনে৷
advertisement
1/7
চাকরি! ভ্রমণ! নতুন প্রেম! চলতি জুন মাসেই সুখের বাম্পার বর্ষা এই ৫ রাশির জীবনে
বৃষ্টির প্রতীক্ষায় তীব্র গরম সহ্য করতে করতেই কেটে যায় বাংলার জ্যৈষ্ঠ মাস৷ ইংরেজি ক্যালেন্ডারের মে মাসের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত থাকে বাংলার জ্যৈষ্ঠ মাস৷
advertisement
2/7
ইংরেজিতে জুন মাসকে বলা হয় মিথুন রাশির মাস৷ এ বছর জুন মাসে বৃহস্পতি, রবি, বুধ এবং শুক্রের অবস্থান ও যৌথ প্রভাবে বিশেষ শুভ যোগ আসতে চলেছে ৫ রাশির জাতক জাতিকাদের জীবনে৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা৷
advertisement
3/7
জুন মাস মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷ এই মাসে তাঁরা নতুন ব্যবসা বা অন্য কোনও গুরুত্বপূর্ণ কাজে হাত দিতে পারেন৷ তীর্থস্থান দেখার ক্ষেত্রে বাধা হবে না আবহাওয়া৷ আধ্যাত্মিক শক্তি প্রভাব বিস্তার করবে৷ দেশ দুনিয়ার খবর কাজে লাগতে পারে৷ ভাল থাকবে শরীর স্বাস্থ্য৷
advertisement
4/7
বছরের মাঝামাঝি এই মাসে সিংহরাশির জাতক জাতিকারা নিজের আত্মিক সত্তা উপলব্ধি ও আবিষ্কার করতে পারবেন৷ সোশ্যাল মিডিয়ায় যাঁরা কনটেন্ট তৈরি করেন, তাঁরা লাভবান হবেন৷ আধ্যাত্মিক শক্তির আশীর্বাদ পাবেন৷ কাজের পাশাপাশি থাকবে আনন্দ ও বিশ্রামও৷ জীবনে আসতে পারেন নতুন কেউ৷ ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারেন৷ গভীর আত্মবীক্ষণ অপেক্ষা করে থাকবে আপনার জন্য৷
advertisement
5/7
কন্যারাশির জাতক জাতিকাদের কাছেও জুন মাস খুবই শুভ৷ কিন্তু নেতিবাচক মনোভাবে নিজেকে ছোট করবেন না অন্যের সামনে৷ চলতি মাসেই নিজের দীর্ঘ অভীষ্ট লক্ষ্যপূরণ করতে পারবেন৷ প্রিয়জনের সঙ্গে সময় কাটান৷ অবাঞ্ছিতদের সুযোগ দেবেন না আপনার আনন্দ নষ্ট করতে৷ নিজের চারপাশে গণ্ডি তৈরি করুন৷ অপছন্দের বা ক্ষতিকারকদের ওই গণ্ডি পেরতে দেবেন না৷
advertisement
6/7
এই জুন মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছে মধুর ও স্মরণীয় হয়ে থাকবে৷ প্রেমে পড়তে পারেন৷ খুঁজে পেতে পারেন মনের মানুষকে৷ আধ্যাত্মিকতাকে উপভোগ করুন৷ তবে কাজের মাঝে পর্যাপ্ত ঘুমোতে ও বিশ্রাম নিতে ভুলবেন না৷ কাজের চাপ উপভোগ করবেন৷ রোম্যান্টিক ডেটে যেতে পারেন৷
advertisement
7/7
কুম্ভরাশির জাতক জাতিকারা চলতি মাসকে যত পারবেন উপভোগ করুন৷ মনের ইচ্ছে, সঙ্কেত বুঝুন৷ প্রথমে তুচ্ছ হলেও পরে সেগুলিই আপনাকে রক্ষা করবে৷ আপনি কর্মশক্তিতে ভরপুর হলেও মাঝে মাঝে বিশ্রাম নিন৷ প্রিয়জনদের সঙ্গে সময় কাটবে আপনার৷ কেরিয়ারের জন্যেও চলতি মাস খুবই শুভ আপনার জন্য৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
June Lucky Zodiac Signs: চাকরি! ভ্রমণ! নতুন প্রেম! চলতি জুন মাসেই সুখের বাম্পার বর্ষা এই ৫ রাশির জীবনে
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল