TRENDING:

Lottery Predictions: জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহেই বাম্পার লাভ পাঁচ রাশির! লটারিতে 'রাজা' কারা? কাদের চমকাবে অর্থভাগ্য? কাদের পুড়বে কপাল

Last Updated:
জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের বেশ কিছু রাশির ভাগ্যে রয়েছে আর্থিক উন্নতি। মানুষের জীবনে অর্থ নিয়ে চিন্তা প্রত্যেকেরই থাকে। যাদের অনেক টাকা থাকে তিনিও ভাবেন আরও বেশি টাকা কীভাবে পাওয়া যায়। নতুন মাস পড়লেই তাই মনে হয় এই মাসে হাতে টাকা থাকবে নাকি খরচ বেশি হবে?
advertisement
1/15
জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহেই বাম্পার লাভ পাঁচ রাশির! লটারিতে 'রাজা' কারা?
জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের বেশ কিছু রাশির ভাগ্যে রয়েছে আর্থিক উন্নতি। মানুষের জীবনে অর্থ নিয়ে চিন্তা প্রত্যেকেরই থাকে। যাদের অনেক টাকা থাকে তিনিও ভাবেন আরও বেশি টাকা কীভাবে পাওয়া যায়। নতুন মাস পড়লেই তাই মনে হয় এই মাসে হাতে টাকা থাকবে নাকি খরচ বেশি হবে? (প্রতীকী ছবি)
advertisement
2/15
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ৬ থেকে ১২ তারিখ পর্যন্ত বেশ কিছু রাশির লটারি কাটা উচিত। আবার অনেক রাশির এই সময়টা লটারি থেকে এড়িয়ে গেলেই ভাল। (প্রতীকী ছবি)
advertisement
3/15
মেষ– মেষ রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে লটারির দিকে বিশেষ ঝোঁক দেখানো উচিত হবে না। ভাগ্য সঙ্গ না দেওয়ার আশঙ্কাই বেশি দেখা যাচ্ছে। (প্রতীক ছবি)
advertisement
4/15
বৃষ– এই সপ্তাহটা লটারির দিক দিয়ে বৃষ রাশির জন্য মধ্যম প্রকৃতির থাকবে। মন চাইলে এক বার চেষ্টা করে দেখতে পারেন। সপ্তাহের মধ্যভাগে লটারির টিকিট কাটার চেষ্টা করুন। (প্রতীক ছবি)
advertisement
5/15
মিথুন– মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহটা বেশ ভাল দেখা যাচ্ছে। যে কোনও সময় লটারির টিকিট কাটতে পারেন, আর্থিক যোগ রয়েছে। সুযোগ হাতছাড়া না করাই ভাল। (প্রতীক ছবি)
advertisement
6/15
কর্কট- জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের প্রথম ভাগটা কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য খুব একটা ভাল নয়। ভাগ্য যাচাই করতে চাইলে সাবধানে এগোবেন।
advertisement
7/15
সিংহ – সিংহ রাশির জাতক-জাতিকারা সপ্তাহের যে কোনও সময় টিকিট কেটে দেখতে পারেন। (প্রতীক ছবি)
advertisement
8/15
কন্যা– এই সপ্তাহে কন্যা রাশির ব্যক্তিদের জন্য ভাল রয়েছে। লটারির টিকিট কাটতে চাইলে কেটে দেখতে পারেন। (প্রতীক ছবি)
advertisement
9/15
তুলা– জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ তুলা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে লটারির দিক দিয়ে খুব একটা ভাল নয়। লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।
advertisement
10/15
বৃশ্চিক– এই সপ্তাহের মধ্যভাগটা বৃশ্চিক রাশির জন্য মধ্যম প্রকৃতির। তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না। (প্রতীক ছবি)
advertisement
11/15
ধনু– ধনু রাশির জন্য গোটা সপ্তাহটাই বেশ ভাল দেখা যাচ্ছে। এই সুযোগ হাতছাড়া না করাই ভাল হবে, লটারি কাটতে পারেন।(প্রতীক ছবি)
advertisement
12/15
মকর– মকর রাশির জাতকেরা লটারির দিকে এগোতে পারেন। প্রাপ্তিযোগ রয়েছে। (প্রতীক ছবি)
advertisement
13/15
কুম্ভ– জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের প্রথম ভাগে কুম্ভ রাশির জাতক-জাতিকারা লটারি কাটতে পারেন। (প্রতীক ছবি)
advertisement
14/15
মীন– মীন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটা আর্থিক দিকে ভাল নয়। ভাগ্য যাচাই করে দেখতে চাইলে কম অঙ্কের লটারি কাটতে পারেন। (প্রতীক ছবি)
advertisement
15/15
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Lottery Predictions: জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহেই বাম্পার লাভ পাঁচ রাশির! লটারিতে 'রাজা' কারা? কাদের চমকাবে অর্থভাগ্য? কাদের পুড়বে কপাল
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল