অগাস্টের তৃতীয় সপ্তাহে কী থাকবে লটারি ভাগ্যে? কাদের ভরবে ঝুলি? কাদের পকেট ফাঁকা? কী বলছে জ্যোতিষশাস্ত্র? দেখে নেওয়া যাক
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহে লটারির টিকিট কাটবেন ভাবছেন? কিন্তু ভয় পাচ্ছেন লাভ না হয়ে লোকসানের হওয়ার? এইক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে জ্যোতিষশাস্ত্র।
advertisement
1/15

অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহে লটারির টিকিট কাটবেন ভাবছেন? কিন্তু ভয় পাচ্ছেন লাভ না হয়ে লোকসানের হওয়ার? এইক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে জ্যোতিষশাস্ত্র। প্রতীকী ছবি
advertisement
2/15
লটারির টিকিট কাটার ইচ্ছা যদি হয়েই থাকে, তা হলে খুব বেশি চিন্তা না করে লটারি কেটেই ফেলুন। আপনার ভাগ্যে থাকতেই পারে পুরস্কারপ্রাপ্তি! প্রতীকী ছবি
advertisement
3/15
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহে বেশ কিছু রাশির লটারির টিকিট কেটে দেখতে পারেন। আর কিছু রাশির মানুষদের লটারি থেকে দূরে থাকলেই লাভ। আপনার লটারির টিকিট কাটা উচিত হবে কি না দেখে নিন। আর সেই বুঝে লটারির দিকে এগিয়ে যান। প্রতীকী ছবি
advertisement
4/15
মেষ রাশি-এই রাশির জাতক/ জাতিকাদের জন্য এই সপ্তাহটা খুব একটা ভাল দেখা যাচ্ছে না। লটারি কাটার ব্যাপারে বুঝে শুনে এগোবেন। অর্থহানি হতে পারে। প্রতীকী ছবি
advertisement
5/15
বৃষ– এই সপ্তাহের বৃষ রাশির জন্য বেশ ভাল রয়েছে। তবে শেষভাগে লটারি কাটতে যাবেন না। লটারি কাটার হলে সপ্তাহের মধ্যভাগেই কাটুন। কম অঙ্কের টিকিট কাটুন। প্রতীকী ছবি
advertisement
6/15
মিথুন–মিথুন রাশির জাতক-জাতিকাদের সারা সপ্তাহটা বেশ ভাল দেখা যাচ্ছে। এই সুযোগ হাতছাড়া না করাই ভাল। বড় রকমের লটারি কেটে দেখতে পারেন। প্রতীকী ছবি
advertisement
7/15
কর্কট– অগাস্টের তৃতীয় সপ্তাহে কর্কট রাশির জাতক/জাতিকারা খুব চিন্তাভাবনা করে লটারির দিকে এগোতে পারেন। বিশেষ প্রাপ্তিযোগ নেই। প্রতীকী ছবি
advertisement
8/15
সিংহ – সিংহ রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে খুব ভাল দেখা যাচ্ছে। লটারির টিকিট কাটতে চাইলে এই সময় কেটে দেখতে পারেন। প্রতীকী ছবি
advertisement
9/15
কন্যা– এই মাসের তৃতীয় সপ্তাহটা কন্যা রাশির অর্থপ্রাপ্তির জন্য খুব ভাল সময়। তবে শেষের দিকে লটারি কাটতে যাবেন না। প্রতীকী ছবি
advertisement
10/15
তুলা– তুলা রাশির জাতক-জাতিকারা লটারির দিকে ঝোঁক না দেখানোই ভাল। প্রতীকী ছবি
advertisement
11/15
বৃশ্চিক– এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে লটারির জন্য ভাল। সপ্তাহের শেষের দিকে লটারির টিকিট কেটে দেখতে পারেন। পুরস্কার প্রাপ্তির যোগ রয়েছে। প্রতীকী ছবি
advertisement
12/15
ধনু– ধনু রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহটা ভাল নয়। প্রতীকী ছবি
advertisement
13/15
কুম্ভ– কুম্ভ রাশির জাতক-জাতিকারা সপ্তাহের শুরুতে লটারির দিকে এগোবেন না। শেষের দিকে এক বার লটারির টিকিট কেটে দেখতে পারেন। প্রতীকী ছবি
advertisement
14/15
মীন– মীন রাশির জন্য এই সপ্তাহটা লটারির জন্য ভাল না। তবে, মন চাইলে এক বার লটারি কেটে দেখে পারেন। প্রতীকী ছবি
advertisement
15/15
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
অগাস্টের তৃতীয় সপ্তাহে কী থাকবে লটারি ভাগ্যে? কাদের ভরবে ঝুলি? কাদের পকেট ফাঁকা? কী বলছে জ্যোতিষশাস্ত্র? দেখে নেওয়া যাক