Optimistic Zodiac Sign: আপনি কি শুধু নিরাশায় ভোগেন? জানুন রাশি অনুযায়ী কী ভাবে আশাবাদী থাকবেন...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
সারা বিশ্বেই করোনা নিয়ে আতঙ্কে ও আশঙ্কায় রয়েছেন মানুষজন (Optimistic Zodiac Sign)৷
advertisement
1/13

সারা বিশ্বেই করোনা নিয়ে আতঙ্কে ও আশঙ্কায় রয়েছেন মানুষজন (Optimistic Zodiac Sign)৷ তাই এই সঙ্কটকালে নিজের শরীর ও মনের খেয়াল রাখা অত্যন্ত জরুরি৷ তাই মন ভাল রাখতে হবে এবং আশাবাদী (Optimistic) থাকতে হবে (Optimistic Zodiac Sign)৷ জেনে নিন, আপনার রাশি (Zodiac Sign) অনুযায়ী কী ভাবে আশাবাদী (Optimistic) থাকবেন (Optimistic Zodiac Sign)৷
advertisement
2/13
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯ এই রাশির মানুষজন সাহসী হয়, ফলে রোমাঞ্চ এদের বেশ পছন্দের বিষয়৷ এরা অত্যন্ত অদম্য প্রাণশক্তির অধিকারী হয়৷ যার ফলে অনেক সময় ছোট ছোট মুহূর্ত এরা খেয়াল করে না৷ আর সেই কারণে এরা বিরক্ত হয়ে পড়ে৷ তাই সময় বার করে সেই ছোট ছোট মুহূর্তগুলোয় বাঁচা উচিত মেষ রাশির জাতক-জাতিকাদের৷ সেই সঙ্গে এই রাশির জাতকেরা নিজের কাছে একটা ডায়েরি বা নোটবুক রাখতে পারে, যাতে ভাল ভাল মুহূর্তের কথা সেখানে লিখে রাখা যায়৷
advertisement
3/13
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০ এরা অন্তর্মুখী ও দৃঢ়চেতা স্বভাবের হয়৷ সাধারণত নিজেদের কমফোর্ট জোন থেকে এরা বেরোতে চায় না৷ তবে মাঝে মাঝে বৃষরাশির জাতকদের মন সন্দেহ এবং অবিশ্বাসে জর্জরিত হয়ে ওঠে৷ ফলে এদের উচিত সময়ের এবং জীবনের স্রোতে নিজেকে ভাসিয়ে নিয়ে চলা৷
advertisement
4/13
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০ এরা সবার সঙ্গে মিলেমিশে চলতে পছন্দ করে৷ আপনি যদি এই রাশির জাতক হন, তা হলে জানবেন আপনার মধ্যে যে ইতিবাচকতা রয়েছে, সেটা এসেছে আপনার আশপাশে থাকা মানুষগুলোর থেকেই৷ তাই যখনই মন খারাপ লাগবে, তখনই কাছের মানুষদের সঙ্গে কথা বলতে হবে৷
advertisement
5/13
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২ এরা যাদের ভালবাসে, তাদের প্রতি খুবই যত্নশীল৷ তবে অনেক সময়ই কিছু কিছু বিষয়ের কারণে এদের মনের কোণে মেঘ জমে৷ সে ক্ষেত্রে কোথা থেকে সমস্যা হচ্ছে, সেটা ভাল ভাবে বুঝতে হবে৷ তার পর পদক্ষেপ করতে হবে৷
advertisement
6/13
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২ এরা অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী এবং প্রাণোচ্ছল হয়৷ তবে প্রতিযোগিতা করতে এরা পছন্দ করে৷ ঈর্ষা, রাগ বা ক্রোধ - এদের সব থেকে বেশি ক্ষতি করে৷ তাই মাথা ঠান্ডা করে শুধুমাত্র নিজেদের ভাল গুণের উপর এদের মনোনিবেশ করা উচিত৷ অন্যের সঙ্গে নিজের তুলনা কখনওই করা উচিত নয়৷
advertisement
7/13
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২ এরা সাধারণত পারফেকশনিস্ট হয়৷ ফলে অন্যকে দিয়ে কাজ করাতে গিয়ে যদি সেই কাজ ঠিকঠাক না-হয়, সেটা কন্যা রাশির জাতকেরা মেনে নিতে পারে না৷ এই পরিস্থিতিতে সমস্ত কাজ থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে এবং ঘনিষ্ঠ কারওর সঙ্গে কথা বলতে হবে৷
advertisement
8/13
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২ এই রাশির জাতক-জাতিকারা অত্যন্ত আশাবাদী হয়৷ কিছু মানুষ আবার এই বিষয়টারই সুযোগ নেয়৷ ফলে মানসিক চাপ, দুঃখ নেমে আসে এই রাশির জাতকের উপর৷ তাই এই সময় নিজেকে শুধুমাত্র সময় দিতে হবে৷ অন্যের কারণে নিজের মনের শান্তি নষ্ট করা একেবারেই উচিত নয়৷
advertisement
9/13
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১ এরা কখনও আশাবাদী আবার কখনও ঠিক উল্টো রকম ব্যবহার করে৷ এই বিষয়ে এদের কোনও ভারসাম্য নেই৷ এরা অনেক সময় রাগ, খারাপ-লাগা পুষে রাখে৷ তাই এ ক্ষেত্রে ক্ষমা করে জীবনে এগিয়ে যাওয়া উচিত৷
advertisement
10/13
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১ এরা রোমাঞ্চ পছন্দ করে৷ সব সময় নতুন কিছু খুঁজে বার করার তাগিদ অনুভব করে৷ ফলে অনেক সময়ই একা থাকতেই পছন্দ করে এরা৷ এটাই এদের সমস্যার কারণ৷ তাই রোমাঞ্চের সঙ্গে সঙ্গে অন্যদের সাহায্য গ্রহণ করারও প্রয়োজন রয়েছে৷
advertisement
11/13
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯ এরা সব থেকে পরিশ্রমী হয়৷ বাস্তববাদী, উচ্চাকাঙ্খী এবং আত্মবিশ্বাসী হয়৷ তবে অনেক সময় নেতিবাচক ভাবনাও এদের মধ্যে কাজ করে৷ যে হেতু সব সময় এরা কাজের মধ্যে থাকে, তাই মাঝেমধ্যে একাকিত্বও তাড়া করে বেড়ায়৷ সেই সময় ব্রেক নিয়ে কারওর সঙ্গে হালকা কথাবার্তা বলাই যায়৷
advertisement
12/13
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮ কুম্ভ রাশির জাতকেরা সাধারণত নিন্দুক গোছের হয়৷ শুধুমাত্র নিজেদের বিশ্বাসের উপরই এদের ভরসা থাকে৷ এরা নিজস্ব মতামতের সঙ্গে নিজস্ব নিয়মকানুন বানিয়ে নেয়৷ ফলে কোনও মানুষের ভাল গুণ এরা দেখে না অনেক সময়৷ তাই আশাবাদী হওয়ার বিষয়ে তাদের জীবনে অনেক বাধা আসে৷ এ সব ক্ষেত্রে যোগব্যায়াম ও মেডিটেশন করলে সমস্যার সমাধান হবে৷
advertisement
13/13
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০ এই রাশির জাতক-জাতিকারা সাধারণত খুব ভাল শ্রোতা হয়৷ এরা আবার তর্ক-বিতর্ক, দ্বন্দ্ব একেবারেই পছন্দ করে না৷ অনেক সময় এরা মনে আবেগ ও অনুভূতি চেপে রাখে, যাতে অন্য কেউ কষ্ট না-পায়৷ এতে আসলে মীন রাশির জাতকেরা নিজেদেরকেই আঘাত করে বসে৷ তাই নিজেদের মনে কী চলছে, সেটা অন্যের কাছে প্রকাশ করা উচিত৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Optimistic Zodiac Sign: আপনি কি শুধু নিরাশায় ভোগেন? জানুন রাশি অনুযায়ী কী ভাবে আশাবাদী থাকবেন...