Kaushiki Amavasya Astro Tips: আজ কৌশিকী অমাবস্যায় মহিলারা সিঁদুরে মিশিয়ে নিন ‘এই’ বিশেষ জিনিস! সংসারের মঙ্গল হবে! অশান্তি দূর হয়ে দাম্পত্যে আসবে ভালবাসা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Kaushiki Amavasya Astro Tips:এই তিথিতে পালনীয় কিছু আচার আচরণ এবং জ্যোতিষ টোটকা আছে৷ প্রচলিত বিশ্বাস, সেগুলি পালন করলে জীবনে সুখশান্তি বজায় থাকে৷ দূর হয় অভিশাপ ও অশান্তির কালো ছায়া৷
advertisement
1/5

শুক্রবার পালিত হচ্ছে মাহাত্ম্যপূর্ণ কৌশিকী অমাবস্যা৷ ভক্ত এবং তন্ত্রসাধকদের কাছে এই তিথি খুবই গুরুত্বপূর্ণ৷ এই তিথিতে পালনীয় কিছু আচার আচরণ এবং জ্যোতিষ টোটকা আছে৷ প্রচলিত বিশ্বাস, সেগুলি পালন করলে জীবনে সুখশান্তি বজায় থাকে৷ দূর হয় অভিশাপ ও অশান্তির কালো ছায়া৷ বলছে জ্যোতিষ বিশারদ নন্দকিশোর মুদগল৷
advertisement
2/5
দৃক সিদ্ধান্ত পঞ্জিকা মতে শুক্রবার সকাল ১১.৫৮ থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি৷ গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী এই তিথি সুরু হচ্ছে সকাল ১১.৫৫ মিনিট থেকে৷ তার পর অহোরাত্র থাকবে এই তিথি৷ অমানিশার পুজো-যজ্ঞ হবে শুক্রবারই৷ তবে অমাবস্যার স্নান দান ধ্যান পালিত হবে উদয় তিথি অনুসারে শনিবার৷
advertisement
3/5
কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় বাড়ির প্রবেশদ্বারে প্রজ্বলন করুন দু’টি তিলের তেলের প্রদীপ৷ তুলসিতলা এবং ঠাকুরঘরেও এদিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করতে ভুলবেন না৷ এতে সব অশুভ শক্তি এবং কুনজরের প্রভাব দূর হয়৷
advertisement
4/5
ভাদ্র অমাবস্যার এই পুণ্যতিথিতে দেবী কালীর পুজোয় অন্যান্য উপাচারের সঙ্গে নিবেদন করুন সিঁদুর৷ পরে এই প্রসাদী সিঁদুর বিবাহিত মহিলারা সিঁথিতে ধারণ করুন৷ যে আধারে নিত্য ব্যবহার্য সিঁদুর রাখেন, তার সঙ্গে মিশিয়ে নিন দেবীর প্রসাদী সিঁদুর৷ এতে কলহ-সহ দাম্পত্যজীবনের সব সমস্যা দূর হবে৷ মঙ্গল সাধিত হবে পরিবারের৷
advertisement
5/5
এই তিথিতে মা তারার পায়ে নিবেদন করুন রক্তজবা৷ পূর্ণ হবে মনোবাঞ্ছা৷ এদিন সন্ধ্যায় বাড়ির কাছে কোনও পুকুরে বা জলাশয়ে দুধ ঢালুন৷ পুকুর না থাকলে কোনও গর্তেও সেই দুধ ঢেলে দিতে পারেন৷ তাহলে জীবন থেকে দূর হবে অশান্তির কালো মেঘ৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)(সব ছবি-ফেসবুক)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Kaushiki Amavasya Astro Tips: আজ কৌশিকী অমাবস্যায় মহিলারা সিঁদুরে মিশিয়ে নিন ‘এই’ বিশেষ জিনিস! সংসারের মঙ্গল হবে! অশান্তি দূর হয়ে দাম্পত্যে আসবে ভালবাসা