Karthik Puja 2025: সোমবার কার্তিক পুজো! চাঁপা, নীল অপরাজিতা...মনের ইচ্ছে পূরণ করতে আর কোন ফুল দেবেন পুজোয়, জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Karthik Puja 2025: কার্তিক পুজো করলে কী ফল লাভ হয়? কেন বাংলার ঘরে ঘরে পূজিত হন দেব সেনাপতি? তার পুজোর মাহাত্ম্য কী জেনে নিন এখান থেকে।
advertisement
1/8

কার্তিক মাসে পুজিত হবেন হর-গৌরী পুত্র চিরকুমার দেবসেনাপতি কার্তিকেয়। কার্তিক মাসের সংক্রান্তির দিন পুজিত হন তিনি। আগামীর সোমবারে কার্তিক পুজো। বিশেষ করে মহিলারা সুদর্শন উচ্চগুণ সম্পন্ন সন্তান লাভের আশায় পুজো করেন কার্তিকের।
advertisement
2/8
কার্তিক পুজো করলে কী ফল লাভ হয়? কেন বাংলার ঘরে ঘরে পূজিত হন দেব সেনাপতি? তার পুজোর মাহাত্ম্য কী জেনে নিন এখান থেকে।
advertisement
3/8
কথিত আছে কার্তিকের আরাধনা করলে ঘরে পুত্র সন্তান লাভ হয়, সেই সঙ্গে ঘরে ধন সম্পদের বৃদ্ধি হয়, সংসারের উন্নতি হয়। কার্তিকের আরাধনায় যশ ও বল প্রাপ্তি হয়।
advertisement
4/8
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, কার্তিক পুজোর দিন সকালবেলা তুলসী গাছের পুজো করুন। সন্ধ্যাবেলা তুলসী মঞ্চে একটা ঘিয়ের প্রদীপ জ্বালুন।
advertisement
5/8
কার্তিক ঠাকুরের পছন্দের ফুল রক্তকরবী। যদি এই ফুল না পাওয়া যায় তা হলে সাদা বা হলুদ করবী দিয়েও পুজো করতে পারেন।
advertisement
6/8
সন্তান লাভের প্রার্থনা থাকলে কার্তিক পুজোর দিন কার্তিক ঠাকুরের সামনে বাচ্চাদের একটা জামা কিনে এনে রাখতে হবে।
advertisement
7/8
পুজোর সময় অবশ্যই একটা বাঁশি, তীর-ধনুক এবং ময়ূরের পালক ঠাকুরের কাছে রাখবেন। ঠাকুরের সামনে রাখা ময়ূরের পালক পুজো শেষ হয়ে গেলে আপনার সন্তানের বিদ্যার স্থানে রেখে দিন। এর ফলে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায়।
advertisement
8/8
কার্তিক পুজোয় ঠাকুরকে পাঁচটা গোটা ফল নিবেদন করুন। এ ছাড়া সম্ভব হলে পায়েস ভোগ নিবেদন করুন।কার্তিককে কিন্তু অনেকে মঙ্গলের কারক মনে করেন। তাই কার্তিকের আরাধনায় মঙ্গলের অশুভ প্রভাব দূর হয়। সূর্য যখন শুক্রের রাশি তুলা থেকে মঙ্গলের রাশি বৃশ্চিকে যায় তখনই কিন্তু কার্তিক পুজো হয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Karthik Puja 2025: সোমবার কার্তিক পুজো! চাঁপা, নীল অপরাজিতা...মনের ইচ্ছে পূরণ করতে আর কোন ফুল দেবেন পুজোয়, জানুন