TRENDING:

Kalipuja Time দিওয়ালি শুরু হচ্ছে কখন? পুজো করার 'সঠিক সময়' জানালেন জ্যোতিষী, এই মুহূর্ত থেকে শুরু করলেই অশুভের বিনাশ!  

Last Updated:
Kalipuja Time দেওয়ালির আগেই সাজছে ঘরবাড়ি ও বাজার। রঙ, ফুল, মালা ও আলোর ছোঁয়ায় জেগে উঠেছে সর্বত্র উৎসবের আবহ। এই আলোর উৎসবে প্রদীপ জ্বালিয়ে, মা লক্ষ্মীকে আহ্বান জানিয়ে, ঘর ভরিয়ে তুলুন সুখ, শান্তি আর সমৃদ্ধির আলোয়।
advertisement
1/7
দিওয়ালি শুরু হচ্ছে কখন? পুজো করার 'সঠিক সময়' জানালেন জ্যোতিষী, এই মুহূর্ত থেকে শুরু করুন
আলো, জ্ঞান, আনন্দ ও সমৃদ্ধির প্রতীক হল দেওয়ালি। এই দিনে লক্ষ্মী দেবীর পূজা করলে সংসারে সুখ, শান্তি ও ঐশ্বর্য আসে বলে বিশ্বাস করা হয়। দেওয়ালির দিনে ঘরবাড়ি সাজানো হয় প্রদীপে, বাজি ফাটিয়ে ও পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ করে উদযাপন করা হয় আলোর উৎসব।
advertisement
2/7
এই সময় বাজারে উৎসবের রঙ ছড়িয়ে পড়েছে। সর্বত্র ঘরবাড়ি ও দোকান পরিষ্কার করা, রঙ করা, সাজসজ্জার প্রস্তুতি চলছে। মালা, ফুল ও ঘর সাজানোর জিনিসপত্রে ঠাসা বাজার। ক্রেতাদের ভিড় বাড়ছে প্রতি মুহূর্তে।
advertisement
3/7
দেওয়ালির দিনে লক্ষ্মী ও গণেশের পূজা করা হয়। এটি এমন এক উৎসব, যা ঘরে সুখ ও সমৃদ্ধি আনে বলে মনে করা হয়। তবে এই পূজার তারিখ ও শুভক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বছর দেওয়ালির তারিখ নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হলেও, জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, ২০২৫ সালের দেওয়ালি হবে ২০ অক্টোবর (সোমবার)। সেই সঙ্গে জানা গিয়েছে, পূজার শুভ সময়ও।
advertisement
4/7
কামেশ্বর সিং দর্শভাঙ্গা সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর জ্যোতিষ বিভাগীয় প্রধান ড. কুনাল কুমার ঝা জানিয়েছেন, ২০ অক্টোবর সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে সারা রাতই দেওয়ালির পূজার শুভ সময়। এই দিনেই কালী তারার জন্মদিন, তাই কালীপুজোও একই দিনে অনুষ্ঠিত হবে। মিথিলায় এই দিনে কালীপুজোর বিশেষ তাৎপর্য রয়েছে, পাশাপাশি তারা দর্শন বা উল্কা দর্শনেরও রীতি রয়েছে।
advertisement
5/7
ড. ঝা আরও বলেন, অমাবস্যা তিথি শুরু হবে ২০ অক্টোবর বিকেল ৩টা ৮ মিনিটে, যা চলবে ২১ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। যেহেতু প্রদোষকাল পড়ছে ২০ অক্টোবরেই, তাই দেওয়ালি পালন করা হবে ২০ অক্টোবর। প্রদোষকালে দীপ জ্বালানো ও লক্ষ্মী পূজা করা বিশেষভাবে শুভ বলে ধরা হয়।
advertisement
6/7
অর্থাৎ, ২০২৫ সালের দেওয়ালি হবে ২০ অক্টোবর, সোমবার। এই দিনে লক্ষ্মী দেবীর পূজা করলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, প্রদোষকালে দীপ জ্বালিয়ে লক্ষ্মী পূজা করলে বিশেষ ফল লাভ হয়। তাই ২০ অক্টোবর প্রস্তুত হয়ে ওঠো — আলোর উৎসবে ঘর সাজাও প্রদীপে, প্রার্থনা করো মা লক্ষ্মীর আশীর্বাদের জন্য। 
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদন শুধুমাত্র তথ্যের জন্য। নিউজ 18 বাংলার নিজস্ব মতামত নয়, বিস্তারিত জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন। 
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Kalipuja Time দিওয়ালি শুরু হচ্ছে কখন? পুজো করার 'সঠিক সময়' জানালেন জ্যোতিষী, এই মুহূর্ত থেকে শুরু করলেই অশুভের বিনাশ!  
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল